নরসিংদীর পলাশে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিক জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
রবিবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ.ন.ম. ইলিয়াস এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, নিহত রিতা বেগম পলাশ তারাগাও ব্র্যাক অফিসের বাবুচি হিসেবে কর্মরত ছিলেন। একেই জেলার হবার কারনে ৩৩ বছরের রিতা সাথে ২৫ বছরের জাহাঙ্গীরের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের দুজনের প্রায়ই দেখা হতো।
২০২২ সালে (৬ অক্টোবর) রিতার সাথে দেখা করতে ব্র্যাক অফিসের আসেন জাহাঙ্গীর। অফিস বন্ধের দিন সারারাত অফিসের গোপন সময় কাটায়। রাত্রি যাপনের পর সকালে রিতা জাহাঙ্গীরকে বিয়ে করার কথা বললে জাহাঙ্গীর রিতাকে পেটে ছুরিকাঘাত করেন। পরে রিতাকে স্থানীয় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েু গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই ঘটনায় রিতার বাবা বাদীর হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। রাষ্ট্য পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম বলেন, মাত্র ৭ কর্মদিবসে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এসকে