Top
সর্বশেষ

শৈলকূপা আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

০৩ জুন, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
শৈলকূপা আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

শৈলকূপা আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের কর্মী সমর্থকদের মাঝে সোমবার (৩ জুন)সকাল ১১টার দিকে বাগুটিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে শৈলকূপা হাসপাতালে ১৬ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে ৪জন চিকিৎসা গ্রহণ করছে।

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, উপজেলার বাগুটিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি সেখানে স্বাভাবিক এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে

এসকে

শেয়ার