Top
সর্বশেষ

সঞ্চয়পত্রে ধারাবাহিক ধস, দুই বছর ধরে ঋণ পাচ্ছে না সরকার

০৩ জুন, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
সঞ্চয়পত্রে ধারাবাহিক ধস, দুই বছর ধরে ঋণ পাচ্ছে না সরকার
জাহাঙ্গীর আলম আনসারী :
  • মার্চে নিট বিক্রি ঋণাত্মক ৩৬৫৩ কোটি টাকা
  • জুলাই-মার্চে ঋণাত্মক ১২৫৪৫ কোটি
  • আসছে বাজেটে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ২০০০ কোটি টাকা কমিয়েছে সরকার

“সঞ্চয় করার মতো টাকা মানুষের হাতে নেই” : ইকতেদার আহমেদ
“মানুষ সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংক মুখি হচ্ছ ” : বিবি মুখপাত্র

উচ্চ মূল্যস্ফীতি আর কড়াকড়ি আরোপ করাসহ নানা কারণে ধস নেমেছে সঞ্চয়পত্র বিক্রিতে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে ১২ হাজার ৫৪৫ কোটি টাকা বেশি আগের সুদ-আসল বাবদ পরিশোধ করতে হয়েছে। ফলে চলতি অর্থবছরের এই নয় মাসে বাজেট ঘাটতি মেটাতে এই খাত থেকে সরকার এক টাকাও ঋণ নিতে পারেনি। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে জাতীয় সঞ্চয়পত্র স্কিম থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

এমনকি ২০২২-২৩ অর্থবছরেও বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে কোনো ঋণ নিতে পারেনি সরকার। তথ্য মতে, বাজেট ঘাটতি মেটাতে গত ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। পরে সঞ্চয়পত্র বিক্রি কমতে থাকায় সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩২ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। কারণ, গত অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্রের মোট বিক্রি হয়েছিল ৮০ হাজার ৮৫৮ কোটি টাকা। একই সময়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ৮৪ হাজার ১৫৩ কোটি টাকা। ফলে পুরো অর্থবছরে নিট বিক্রি দাঁড়ায় ঋণাত্মক ৩ হাজার ২৯৫ কোটি টাকা। ফলে, গত অর্থবছরে এই খাত থেকে সরকার এক টাকাও ঋণ নিতে পারেনি।

জানা গেছে, সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়া কমিয়ে দেয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে পরামর্শ দিয়েছে। আইএমএফের পরামর্শের আলোকে সরকার আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার কোটি টাকা কমিয়ে ১৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছে।

তবে অর্থনীতিবদরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে এবং সঞ্চয়পত্রের সুদ হার না বাড়ালে এ খাত থেকে সরকার আগামীতেও ঋণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই।

খাত সংশ্লিষ্টরা বলছেন, নিম্ন-মধ্যবিত্ত, সীমিত আয়ের মানুষ, নারী-প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য সঞ্চয়পত্রের বিভিন্ন প্রকল্পগুলো এক সময় ছিল খুবই লোভনীয়। এমনকি ব্যাংকের চেয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে মানুষের আস্থাও ছিল বেশি। কিন্তু সেই সঞ্চয়পত্র থেকে মানুষ এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। পণ্য ও সেবার দামে লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাপনের খরচ বেড়ে গেছে মানুষের, যার প্রভাব পড়ছে সঞ্চয়ে। বিশেষ করে নির্দিষ্ট আয়ে যাদের সংসার চলে, তাদের অনেকেই এখন সঞ্চয় ভেঙে খাচ্ছেন। ফলে নির্দিষ্ট মেয়াদপূর্তির আগে অনেকে সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাচ্ছেন। কেউ মেয়াদপূর্তির পর পুনরায় বিনিয়োগ না করে টাকা তুলে নিচ্ছেন। আবার যাদের কাছে টাকা আছে, তারাও কড়াকড়ির কারণে সঞ্চয়পত্রে খাঁটাতে আগ্রহী হচ্ছেন না। এতে সঞ্চয়পত্রে বিনিয়োগে ধস নেমেছে।

এ বিষয়ে কথা বললে সাবেক জেলা জজ ও অর্থনীতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, এক সময় সঞ্চয়পত্রকে খুব লাভজনক হিসেবে বিবেচনা করা হতো। মানুষ ব্যাংকে ডিপোজিট না করে সঞ্চয়পত্র কিনতো। বিশেষ করে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের মধ্যে যারা শুধু পেনশনের টাকার উপর নির্ভরশীল ছিল তারা সঞ্চয়পত্র কিনে টাকা জমা রাখতেন। এখন নিত্যপ্রয়োজীয় জিনিসের দাম বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ সঞ্চয় কতে পারছে না। সঞ্চয় করার মতো পর্যাপ্ত টাকা মানুষের হাতে নেই। যার ফলে মানুষ সঞ্চয়পত্র কিনার চেয়ে ভাঙছে বেশি।

তিনি বলেন, সঞ্চয়পত্রের চেয়ে এখন ব্যাংকগুলো বেশি সুদ দিচ্ছে। যেখানে টাকা রাখলে বেশি লাভ পাবে মানুষ তো সেখানেই যাবে। এটাও একটা কারণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের নবম মাস মার্চে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করেছে ৩ হাজার ৬৫৩ কোটি টাকা। এমনকি আগের বছরের মার্চেও সঞ্চয়পত্র বিক্রির ঋণাত্মক প্রবণতা ছিল। ওই সময় বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করেছিল ৬৫২ কোটি টাকা।

তথ্য মতে, চলতি অর্থবছরের অষ্টম মাস ফেব্রুয়ারিতেও সঞ্চয়পত্র বিক্রি কম হয়েছে। ওই সময় বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করেছিল ১ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ৫৪১ কোটি ৪৪ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) হিসেবেও সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারায় রয়েছে। এই সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ হল ১২ হাজার ৫৪৬ কোটি টাকা (ঋণাত্মক)।
অর্থাৎ এই নয় মাসে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তার চেয়ে ১২ হাজার ৫৪৫ কোটি টাকা বেশি আগের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে।

এমনকি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসেও (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক প্রবণতায়। ওই সময় বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করেছিল ৪ হাজার ১৬১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র বিক্রি বেড়েছিল। প্রথম মাস জুলাইয়ে নিট বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ২৫০ কোটি টাকা। আর দ্বিতীয় মাস আগস্টে এই বিক্রির অঙ্ক ছিল ২ হাজার ৩১২ কোটি ৩৩ লাখ টাকা। কিন্তু সঞ্চয়পত্র বিক্রির এই ইতিবাচক ধারা বেশি দিন থাকেনি। পরের মাস সেপ্টেম্বরেই এসে ধাক্কা খায়। ওই মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করেছিল ১৪৮ কোটি টাকা।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে বিক্রির চেয়ে আগের সুদ-আসল পরিশোধের পরিমাণ ছিল ১ হাজার ৪০ কোটি কোটি বেশি। আর পঞ্চম মাস নভেম্বরেও সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক প্রবণতায়। ওই মাসে বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করা হয়েছিল ১ হাজার ৫৫৩ কোটি টাকা। এছাড়া, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ষষ্ট মাস ডিসেম্বরেও বিক্রির চেয়ে আগের সুদ-আসল পরিশোধের পরিমাণ ছিল ২ হাজার ২০৪ কোটি ৩২ লাখ টাকা বেশি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, এখন ব্যাংকগুলো সুদ দিচ্ছে ১৩-১৪ শতাংশ আর সঞ্চয়পত্র থেকে পাচ্ছে সাড়ে ১১ শতাংশ। এ কারণে মানুষ এখন সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংক মুখি হচ্ছে।

জানা গেছে, বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে। পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের সুদহার ১১ দশমিক ৫২, পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে ১১ দশমিক ৭৬, পাঁচ বছর মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ১১ দশমিক ২৮, তিন বছর মেয়াদি ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদহার ১১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক ঋণের সুদহার এখন প্রায় ১২ শতাংশ। আর ৯১ থেকে ৩৬৪ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ২৫ থেকে ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত। এ ছাড়া দুই থেকে পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ১১ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত।

এএ

শেয়ার