Top
সর্বশেষ

বাগেরহাটে গণধর্ষণ মামলায় ৬ আসামি গ্রেপ্তার

০৫ জুন, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
বাগেরহাটে গণধর্ষণ মামলায় ৬ আসামি গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলায় এক নারীকে ধরে এনে গণধর্ষণের মামলায় অভিযুক্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (৫ জুন) সকালে মোংলার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। এদিন সকালে নির্যাতিত ওই নারীর বোন বাদী হয়ে মোংলা থানায় ধর্ষণ মামলা করেন। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামীরা হলেন, -মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের মনিরুল ফকিরের ছেলে রুমান ফকির (২৫), অলি শেখের ছেলে রানা শেখ (২৪), তায়জিদ খানের ছেলে মো. সুমন (২৯), বাশার মোছাল্লীর ছেলে মিজানুর মোছাল্লী(২৮), মৃত আব্দুর রশিদের ছেলে মো. জামাল (৪৫), মো. লুৎফরের ছেলে মো. আওয়াল (৩৫) ও চিলা ইউনিয়নের হলদিবুনিয়া পঙ্গুর মোড় এলাকার মৃত চানমিয়া শেখের ছেলে রাসেল শেখ (২২)।

মামলা সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ২২ বছর বয়সী ওই নারী সাথে মুঠোফোনের মাধ্যমে ১০-১২ দিন আগে মামলার আসামী সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের রুমান ফকির ও রানা শেখের পরিচয় হয়। এক পর্যায়ে গেল সোমবার তারা ওই নারীর সাথে মোংলা সরকারি কলেজের সামনে দেখা করে। পরে ওই নারীকে রাত ১০টার দিকে মোটর সাইকেলযোগে সুন্দরবন ইউনিয়নের উত্তর বাঁশতলা গ্রামের একটি মৎস্য ঘেরে ঢুকিয়ে চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে। ওই নারী অচেতন হয়ে পড়লে ওইদিন রাত ৩টায় পার্শ্ববর্তী চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রীজের রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় আসামিরা।

পরে এই পথ দিয়ে যাওয়া হুমায়ুন নামেী এক মটর সাইকেল ড্রাইভার ওই নারীর চোখ ও মুখের বাঁধন খুলে দিলে কিছুক্ষণ পরে সে সুস্থ হয়। পরে ওই নারী তার বোনকে ফোন দেয় এবং মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত ওই নারীর বোনের করা মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের সোপর্দ করা হয়েছে।

এসকে

শেয়ার