Top

বিগত কয়েক বছরে কৃষিতে ব্যাপক পরিবর্তন হয়েছে

০৬ জুন, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
বিগত কয়েক বছরে কৃষিতে ব্যাপক পরিবর্তন হয়েছে

এক সময় দেশে ১ কোটি ১০-২০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতো। আর এখন সেটা ৪ কোটি ২৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। এক সময় সবজি উৎপাদন হতো ৩০-৪০ লাখ মেট্রিক টন। আর এখন ২ কোটি ২২ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। শুধু এই দুইটি ফসলই নয়, আমাদের ভুট্টা উৎপাদন ১২ গুন বেড়েছে। বৈচিত্রময় ফলের সমাহার হয়েছে। আমাদের পেয়ারা, ড্রাগন ও আমসহ কিছু ফল আধুনিকভাবে উৎপাদন ও সম্প্রসারণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে অনেক গুরুত্ব দিয়েছেন। তার যে প্রতিশ্রুতি, তার যে ভিশনারি চিন্তা ভাবনা সেটা কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি। বাণিজ্য প্রতিদিনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। সাক্ষাৎকার নিয়েছেন বাণিজ্য প্রতিদিনের অর্থনৈতিক প্রতিবেদক জাহাঙ্গীর আলম আনসারী

বাণিজ্য প্রতিদিন: বিগত কয়েক বছরে কৃষিতে অনেক পরিবর্তন এসেছে। এর পেছনে কোন বিষয়গুলো কাজ করেছে?

বাদল চন্দ্র বিশ্বাস: বিগত কয়েক বছরে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এটার পেছনে অনেক কারণ আছে। আর এজন্য একটা স্বপ্ন থাকতে হয়। যেটা ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার স্বপ্ন ছিল সবুজ বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তিনি অল্প সময়েই অনেক কিছু শুরু করেছিলেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ এবং উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করেছিলেন। বিশেষ করে তিনি সকল লেভেলের কৃষকদেরকে সম্মান দিয়েছিলেন যাতে তারা কৃষি উৎপাদনে উৎসাহ পায়। তবে আমরা তার এই স্বপ্নকে ধরে রাখতে পারিনি। মাঝে অনেক ছন্দ পতন হয়েছে। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং অনঢ় মনোবল নিয়ে কাজ শুরু করেন। তিনি তার দূরদর্শী চিন্তার মাধ্যমে তার লক্ষ্য বা ভিশন বাস্তবায়নে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তারই ফলশ্রুতিতে কৃষি খাতের এই ব্যাপক পরিবর্তন এসেছে। তাছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী কৃষিটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এটাকে দেশের উন্নয়নের মূলভিত্তি হিসেবে ধরেছেন। আর বঙ্গবন্ধু যখন কাজটি শুরু করেছিলেন তখন ১ কোটি ১০-২০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতো। আর এখন সেটা ৪ কোটি ২৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। আমরা যদি সবজির কথা বলি তাহলে এক সময় সবজি উৎপাদন হতো ৩০-৪০ লাখ মেট্রিক টন। আর এখন ২ কোটি ২২ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। শুধু এই দুইটি ফসলই নয়, আমাদের ভুট্টা উৎপাদন ১২ গুন বেড়েছে। বৈচিত্রময় ফলের সমাহার হয়েছে। আমাদের পেয়ারা, ড্রাগন ও আমসহ কিছু ফল আধুনিকভাবে উৎপাদন ও সম্প্রসারণ হচ্ছে। সরকার এই সেক্টরটাকে দুর্বলভাবে রাখেনি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে অনেক গুরুত্ব দিয়েছেন। তার যে কমিটমেন্ট, তার যে ভিশনারি চিন্তা ভাবনা সেটা কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। আমরা আশা করছি আগামীতে আমাদের কৃষি খাত আরও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের কৃষি আরও স্মার্ট হবে।

বাণিজ্য প্রতিদিন: ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক উৎপাদন ছেঁড়ে দিয়েছে। তাদেরকে উৎপাদনমুখি করতে সরকারের পরিকল্পনা কী?

বাদল চন্দ্র বিশ্বাস: ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকরা উৎপাদন বিমুখ হয়ে যাচ্ছে কথাটি ঠিক না। আর বিমুখ হওয়ার সুযোগও নাই। ১৭ কোটি মানুষ। অল্প অল্প জমি। তার মূল ভিত্তিই হচ্ছে এক খন্ড জমি। তাকে উৎপাদন করতেই হবে। দ্রব্যমূল্য বা সার্বিক বাজার ব্যবস্থাপনায় তারা কখনো দাম কম পাচ্ছে আবার কখনো দাম ভাল পাচ্ছেন। এটা নিয়ে এখন কৃষি মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় ভাবছে। শুধু উৎপাদনকারীই নয়, এখানে ভোক্তা আছেন এবং এর মধ্যম পর্যায়েও অনেকে আছেন। মাঝ পর্যায়ের এই ধাপগুলোকে বাদ দেয়া যাবে না। তবে ব্যবস্থাপনাকে সুন্দরভাবে সাজিয়ে আনলে কৃষিকরা ন্যায্যমূল্য পাবেন আমরা এবার যেটা করেছি চাষী পর্যায়ে উৎপাদন খরচ এবং চাষী কত বিক্রি করলে বাচবে এবং মধ্যবর্তী পর্যায়ের যে সিস্টেমগুলো আছে ভোক্তা পর্যন্ত সেই ক্ষেত্রে ধাপে ধাপে কী মূল্যায়ণ হবে, এটা কিন্তু আমরা যৌথভাবে করেছি। তিনটি মন্ত্রণালয় এখন একসাথে কাজ করছি। আশা করছি এগুলো ঠিক হয়ে গেলে কৃষকরা ন্যায্যমূল্য পাবে।

বাণিজ্য প্রতিদিন: স্মার্ট কৃষি গড়তে আপনারা কী কী পরিকল্পনা গ্রহণ
করেছেন?

বাদল চন্দ্র বিশ্বাস: স্মার্ট হল একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা। সেটা প্রযুক্তিতে হতে পারে, পরিকল্পনায় হতে পারে এবং বাস্তবায়নের ক্ষেত্রেও হতে পারে। আর বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে স্মার্ট কৃষি বুঝাই সেটা একসময় যে খরপোষ কৃষি ছিল যে করলাম, হল আর খেলাম সেটা নয়। এটা এখন উদ্দেশ্যকে সামনে রেখে আমার পরিবেশের যে সমস্যাগুলো আছে সেটা সামনে রেখে আমার লাভজনক কৃষি। আর লাভজনক ও উচ্চ ফলনশীল কৃষি পেতে হলে আমাদেরকে প্রযুক্তিগত যে উৎকর্ষতা আছে সেটা জানতে হবে। যেমন আগে ডিপিই কি সেটা মানুষ জানতো না, সোলার মেশিনের বিষয়ে মানুষ জানতো না, কৃষির আধুনিকায়ণ বা কৃষিতে আধুনিক যন্ত্রপাতির বিষয়ে মানুষ জানতো না। তারপরও জিআইএস ভিত্তিক ডেটা। যে অ্যাপসটা অন করলেই আমার জমির সব তথ্যটা আমি পেয়ে যাবো। এই যে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি এটাই হল স্মাট কৃষি।

বাণিজ্য প্রতিদিন: কেন্দ্রীয় ব্যাংকও কৃষকদের বিভিন্নভাবে ঋণ সুবিধা দিচ্ছে। তারপরও অনেক কৃষক ব্যাংক থেকে কৃষি ঋণ পাচ্ছে না। এর
কারণ কী?

বাদল চন্দ্র বিশ্বাস: এটা আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ ব্যাংক। অনেক অপশন বা সুযোগ সুবিধা দিয়েছে। আমি একটা ব্যাংকের গভর্নর বডির সদস্য হিসেবেও এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কৃষকদের সেবার ক্ষেত্রগুলো নিয়ে আমরা প্রচার করি না। আমাদের মধ্যে একটা কেন্দ্রমুখি চিন্তা ভাবনা আছে হয়তো প্রচার করলে বেশি সুযোগ সুবিধা পাবেন। অন্য কোথায় বেশি ঋণ বিতরণ করতে পারবে না। এরকম ভাবনাটা আমাদের প্রান্তিক লেভেলের ব্যাংকারদের মধ্যে আছে। যেমন করোনার মধ্যে যে প্রণোদনার ৫ হাজার কোটি টাকা ছিল সেটা থেকে স্বল্প সুদে মানে শুধু মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার কথা। সেটাও আমরা আলোচনার মাধ্যমে বের করে নিয়ে এসেছি। কিন্তু সেখানেও ব্যাংকারদের মধ্যে একটা জড়তা বা হীনমন্য ভাব আছে। এটা থেকে উৎড়াতে হবে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত সুবিধা সকল ব্যাংক যদি নির্দেশনা মোতাবেক প্রতিপালন করে তাহলে কৃষকরা আরও সহজে ঋণ পাবে।

বাণিজ্য প্রতিদিন: কৃষিপণ্য রপ্তানি দিন দিন বাড়ছে। রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করতে আপনাদের নতুন কোনো উদ্যোগ আছে কি না?

বাদল চন্দ্র বিশ্বাস: রপ্তানির ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা সীমাবদ্ধ আছি। আমাদের বাঙ্গালিরা যেসব দেশে আছেন তারা আমাদের খাদ্যদ্রব্য খেতে পছন্দ করেন। তাদের জন্ম এদেশে। এদেশের খাবারের সাথে তাদের স্বাদের একটা মিল আছে। স্বাভাবিকভাবে ওইসব দেশের বাজারে আমাদের পণ্যগুলো সীমাবদ্ধ। তবে আমাদের কৃষিকে আন্তর্জাতিক মানের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অর্জনটাও হয়েছে। রপ্তানির বাজার সম্প্রসারণ করার লক্ষ্যমাত্রা আমাদের আছে। শুধু মাত্র আমাদের শ্রমজীবী মানুষ ও চাকরিজীবী মানুষ যেখানে আছেন শুধু সেখানে নয়, আন্তর্জাতিক বাজারে অর্থাৎ অন্যান্য দেশের জন্য আমাদের কৃষিকে সেইভাবে তৈরি করে পাঠাবো। এবং সেই কৌশলগুলো কিন্তু আমরা রপ্ত করা শুরু করে দিয়েছি। দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরটরি হচ্ছে। সেই নির্দেশ মেনে পণ্য উৎপাদন হচ্ছে। তাদের যে চাহিদা আছে সেই মানের পণ্য আমরা উৎপাদন শুরু করেছি। সেইজন্য দিন দিন আমাদের রপ্তানি বাড়ছে।

বাণিজ্য প্রতিদিন: সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার কৃষকদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কথকদের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আপনারা কী উদ্যোগ নিয়েছেন?

বাদল চন্দ্র বিশ্বাস: ঘূর্ণিঝড় রেমালে উপকুলীয় এলাকায় কৃষির চেয়ে মানুষের জান-মালের ক্ষতিটা বেশি হয়েছে। তবে মাছের ক্ষতি হয়েছে। এটার উপর রেমালের প্রভাব পড়েছে। ভাল খবর হল। ঘূণিঝড়টা এমন একটা সময়ে হয়েছে যখন মূল্যবান ফসল তথা ধান, ভুট্টা, ডাল জাতীয় ফসল ও সূর্যমুখি কাটা হয়ে গিয়েছিল। আর এ সময় ওই এলাকায় অন্য ফসলও কম ছিল। জলোচ্ছাসের কারণে বাড়ি-ঘর ডুবে গিয়ে সম্পদ নষ্ট হয়েছে। তারপরও কৃষিমন্ত্রণালয় দ্রুততার সাথে ১ কোটি ৪৮ লাখ টাকার একটা পুনর্বাসন প্রকল্প নিয়েছে এবং আমরা আরও ৪৩ কোটি টাকার একটা প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে দিয়েছি। তারা যদি এটা বরাদ্দ দেয় তাহলে এটা দিয়ে আমরা রেমালে ক্ষতিগ্রস্ত কৃষদেরকে উপকরণ দিয়ে সহায়তা করবো।

বাণিজ্য প্রতিদিন: দেশের কৃষি কৃষি খাতকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ দেখছেন?

বাদল চন্দ্র বিশ্বাস: কৃষি খাতকে সামনে এগিয়ে নেয়ার জন্য বড় চ্যালেঞ্জ হল পরিবেশগত চ্যালেঞ্জ। দক্ষিণাঞ্চলে বাঞ্চলে লবণাক্ততা, তারপর ঘূর্ণিঝড়-টর্নেডু এগুলো হয়। আবার হাওর এলাকায় নতুন নতুন বন্যা হয়। এগুলো আমাদের জন্য একটা সমস্যা। আবার বরেন্দ্র এলাকায় খড়া এবং পানির সমস্যা। সব মিলিয়ে এসব সমস্যাগুলো মোকাবেলা করেই আমাদেরকে সামনে এগুতে হচ্ছে। তারপরও আমাদের সামেন আগানোর হার অনেক ভাল। আমাদের কর্মমুখি তৎপরতা আর সরকারের সুদৃষ্টি এবং কৃষিতে বিনিয়োগ-সেই বিষয়গুলো নিয়ে আমরা এগুচ্ছি। তারপর কোন জায়গায় কোন প্রযুক্তি ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় আমাদের সুন্দর সুন্দর প্রযুক্তি আছে। মিনি পুকুর ও খাল খনন করে বৃষ্টির পানি ধারণ করা। পাহাড়ি এলাকায় সেচ ব্যবস্থাপনা উন্নত করা এবং বরেন্দ্র এলাকায় কীভাবে কম পানি ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারি এবং হাওর এলাকায় শক্তিশালী বেরিবাঁধ তৈরি করা হচ্ছে যাতে ফসলের ক্ষতি না হয়। এসব বিষয়গুলো সামনে নিয়ে আগানো হচ্ছে।

বাণিজ্য প্রতিদিন: দেশের কৃষি খাতে আপনি কী কী সম্ভাবনা দেখতে পাচ্ছেন?

বাদল চন্দ্র বিশ্বাস: কৃষিতে আমরা একটা ভাল পর্যায়ে চলে এসেছি। ১৭ কোটি মানুষে কোনো খাদ্যের অভাব হচ্ছে না। অন্তত আমাদের দানা জাতীয় ফসল, সবজি জাতীয় ফসল ও ফল সারা বছরই কিছু না কিছু পাওয়া যায়। এসব ক্ষেত্রে আমরা খুবই চমৎকার। তারপর আমরা যদি মাছের কথা বলি এটাও ভাল, গবাদি পশু পালনও খুব ভাল। পল্ট্রিও খুব ভাল। কৃষির সব সূচকেই আমাদের অবস্থা ভাল। সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে। যেমন অস্ট্রেলিয়া আমাদের আম নিতে আগ্রহী। এবং আমাদের কাচা পাট এবং পাট জাতীয় পণ্যও নিতে আগ্রহ প্রকাশ করেছে। জাপান-চায়নাও অনেক পণ্য নিতে আগ্রহী। ইউরোপের বিভিন্ন দেশও আমাদেরকে বলছে যে এইভাবে আপনারা তৈরি করে দেন, আমরা নিবো। উন্নত প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করতে পারলে আমাদের রপ্তানি আরও বাড়বে। যেমন সুগন্ধি চালের অনেক বেশি ডিমান্ড।

 

শেয়ার