জলবায়ুর বিরূপ প্রভাবে সুন্দরবন ঘেঁষা দক্ষিণ উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের অধিকাংশ মানুষ নানা সংকটে পড়ছে। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধি, অনাবৃষ্টি-অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের পাশাপাশি বাড়ছে তাপমাত্রা। ফলে দক্ষিণাঞ্চলের প্রধান আয়ের উৎস্য মাছ উৎপাদন ব্যহত হচ্ছে, জলাবদ্ধতা ও খরায় কমে যাচ্ছে ফসল উৎপাদন। নদীর বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। নদীগর্ভে বসতবাড়ি বিলীন হওয়ায় বাস্তুহারা হচ্ছে মানুষ। বিভিন্ন রোগে আক্রান্তের পাশাপাশি সুপেয় পানি, খাদ্য, বসতিসহ বহুমাত্রিক সংকটে পড়ছে উপকূলবাসি।
এ দিকে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বৈশ্বিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেও সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। এ নিয়ে উপকূলবাসির মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত কয়েক বছরের বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ দিয়েছিল সবশেষ ২০২৩-২৪ অর্থবছরে তার চেয়ে কম বরাদ্দ দেয়। ২০১৬-১৭ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছিল ১ হাজার ৮৫০ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে তা এক লাফে ৭৩১ কোটি টাকা কমিয়ে বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ১১৯ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ২৭১ কোটি ও ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ৪২১ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য অর্থায়ন আরও কমে বরাদ্দ দাঁড়ায় ১ হাজার ২৪৬ কোটি টাকায়। ২০২১-২২ অর্থবছরে সেটি আরও কমে হয় ১ হাজার ২২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয় ১ হাজার ৫০১ কোটি টাকা। সবশেষ ২০২৩-২৪ অর্থবছরে সেটা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৩৯ কোটি টাকায়।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা শাখার সদস্য সচিব মো. কামাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া রূপ বদলায়ে অসময়ে বৃষ্টি, তীব্র গরম, অতিবৃষ্টি-অনাবৃষ্টির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এসবের ফলে প্রতিবছর উপকূলের সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, হারাচ্ছে বসতবাড়ি।বহুমাত্রিক সংকটে পড়ছে উপকূলীয় পরিবেশ ও জনজীবন। তাদের জীবন-জীবিকার পরিবর্তন আনতে ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। কিন্তু বছরজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে সভা-সেমিনার হলেও বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ বাড়ছে না। চূড়ন্ত বাজেটে সুন্দরবন ও উপকূলের অবহেলিত মানুষের কথা বিবেচনা করে জলবায়ু ও দুর্যোগ প্রশমন খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানান তিনি।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বায়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, আমাদের প্রধান দাবি দুর্যোগ কবলিত উপকূলের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই বরাদ্দ রাখা হয়নি। চূড়ান্ত বাজেটে সেটা রাখা হবে এমনই প্রত্যাশা রাখি। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির ব্যবস্থা, নদ-নদী ও জলাশয় খনন এবং সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করি।
উল্লেখ্য, ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলার ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই ফের ঘূর্ণিঝড়ে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ উপকূলের জনপদ। প্রতিবছর কোন না কোন দুর্যোগে কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় জীবন-জীবিকা। ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ১৮ জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আম্ফানের তাণ্ডবে মারা যান ১৬ জন। ২০২১ সালের ঘূর্ণিঝড় ইয়াসে ৯ জনের মৃত্যু এবং ক্ষতিগ্রস্ত হন ৯৫ হাজার মানুষ। সর্বশেষ ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ঘরবাড়ি। এছাড়া রিমালের প্রভাবে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ জেলায় ৬ হাজার ৮৮০ কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু খুলনা জেলায় ২৪৫ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৪৩ কোটি টাকা কৃষি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমালের প্রভাবে সুন্দরবনে এবার প্রায় ১২৬টি হরিণসহ অনেক প্রাণী মারা গেছে। এছাড়া প্রচুর গাছপালা ভেঙে গেছে, বনের মধ্যকার মিঠা পানির উৎস নষ্ট হয়েছে।
এসকে