Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

০৭ জুন, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজু আহমেদ ওই গ্রামের সাদ আহমেদের ছেলে। তিনি একজন মুরগী খামারী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।

পরিবারের সদস্যরা জানান, রাজু শুক্রবার সকালে তার মুরগী খামারে ফ্যান দিতে যান। এসময় খামারে থাকা একটি স্ট্যান্ড ফ্যানের বডিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। রাজু অসাবধানতাবসত ওই ফ্যানে হাত দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। ঠিক পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা (হারদী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হবে।

এসকে

শেয়ার