Top
সর্বশেষ

গড়াই নদীতে পড়ে প্রাণ গেলো যুবকের

০৮ জুন, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
গড়াই নদীতে পড়ে প্রাণ গেলো যুবকের
শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে ডুবে খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) বিকাল ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি বাহিনী। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ২০/২৫ জন লোক নিয়ে গড়াই নদীর নাদুড়িয়া ঘাট থেকে একটি নৌকা ছেড়ে লাঙ্গলবাঁধ খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। নদীর মাঝপথে পৌঁছালে ওই যুবক নৌকা থেকে পড়ে যান। অন্য যাত্রীরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। তার কোনো সন্ধান না পেয়ে ৯৯৯-এ কল দেয়া হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায়। তবে নদীতে অনেক স্রোত থাকায় তাদের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা সমস্যা হলে ডুবুরি দলকে খবর দেন। পরে বিকাল ৩টার দিকে খুলনা থেকে একটি ডুবুরি দল এসে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।

খুলনা ডুবুরি দলের টিম লিডার মো. হারুনর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের পকেটে থাকা চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নাম শনাক্ত করা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এসকে

শেয়ার