প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই শিশুকে শুধু পড়ালেখার চাপ না দিয়ে খেলাধুলার সুযোগও দিতে হবে।
রোববার (৯ জুন) সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুর সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখে। যার মাধ্যমে শিশু শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহযোগিতা ও পরমত সহিষ্ণু হয়ে বেড়ে ওঠে। দেশপ্রেম ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠার ক্ষেত্রেও খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
বিএইচ