Top

প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ জুন, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে সূচনা করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলের জন্য সামনে বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথ অনেকটাই সহজ হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টসে জেতা দল শুরুতে ফিল্ডিং নেবেন এটাই যেন অবধারিত হয়ে আসছিল। তবে আজ ব্যত্যয় ঘটালেন মার্করাম। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার মতে, রান তাড়া এখানে বেশি কঠিন। অবশ্য একই মাঠে গতকাল (রোববার) ভারতের বিপক্ষে ১২০ রানের টার্গেট তাড়া করতে পারেনি পাকিস্তান। আজও একই পিচে খেলা হচ্ছে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

বিএইচ

শেয়ার