Top

মার্সেলাস ক্লে থেকে আজকের মোহাম্মদ আলী

০৬ মার্চ, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
মার্সেলাস ক্লে থেকে আজকের মোহাম্মদ আলী

ক্রীড়া জীবনের শুরু থেকেই রিং এর ভেতরে বাইরে এক অনুপ্রেরণার নাম ছিলো মোহাম্মদ আলী। ১৯৬৪ সালের আজকের এই দিনে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নাম পরিবর্তন করে মুহাম্মদ আলী নাম গ্রহণ করেন, তাকে এই নাম দেন ন্যাশনাল ইসলামের নেতা এলিজাহ মোহাম্মদ।

১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইসভিল কেন্টাকিতে আলী জন্মগ্রহণ করেন। বাবা ক্যাসিয়াস মার্কাস ক্লে সিনিয়র ছিলেন সাইনবোর্ড বিলবোর্ড পেইন্টার। মা গৃহিণী। । ১৯৬০ খ্রিষ্টাব্দের ২৯শে অক্টোবর পেশাদার বক্সিং প্রতিযোগিতায় প্রথম বারের জন্য অংশ নেন তিনি।

মাত্র বারো বছর বয়সে ১৯৫৪ সালে প্রথম অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় নামেন, দুইবার জাতীয় গোল্ডেন গ্লাভস, ছয়বার কেন্টাকি গোল্ডেন গ্লাভস উপাধি ও ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতায় লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক লাভ করেন।২০০৬ – সিএসএইচএল ডাবল হেলিক্স মেডেল, প্রেসিডেন্সিয়াল সিটিজেনস মেডেল, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, ইন্টারন্যাশনাল বক্সিং হল অব ফেম, হলিউড ওয়াক অব ফেম সহ পুরষ্কার লাভ করেন। ১৯৮১ সালে অবসরের ঘষনা দেন অনেকের মতে শতাব্দির সেরা এই খেলোয়াড়।

ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিতর্কের সৃষ্টি করেছেন তিনি, তার ধর্মীয় বিশ্বাস ও ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিরোধিতার কারণে মার্কিন সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করতে অস্বীকৃতি জানান। ফলে এর কয়েকদিন পরে তাকে দোষী সাব্যস্ত করে তার বক্সিং উপাধি কেড়ে নেওয়া হয়। তিনি তার ক্যারিয়ারের সেরা সময়ে পরবর্তী চার বছর কোন ধরনের বক্সিং প্রতিযোগিয়ায় নামতে পারেননি। ১৯৭১ খ্রিষ্টাব্দে তাঁর আপীল সুপ্রিম কোর্টে পেশ হয়, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের বিরুদ্ধে আলীর বিবেকজনিত কার্যকলাপ তাকে সংস্কৃতি বিরোধী প্রজন্মের নিকট শ্রদ্ধার পাত্র করে তোলে। বক্সিং জগতে ফিরে এসে আলী ১৯৭৪ ও ১৯৭৮ খ্রিষ্টাব্দে আবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন।

পরবর্তীতে মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০১৬ খ্রিষ্টাব্দের ৩রা জুন, শ্বাসনালীর সংক্রমণে অ্যারিজোনায় মুহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

শেয়ার