Top
সর্বশেষ

মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত: হাছান মাহমুদ

০৬ মার্চ, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত: হাছান মাহমুদ

লেখক মুশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন ‘তার মৃত্যুতে আমি নিজেও ব্যথিত’। কিন্তু মুশতাক আহমেদ করোনা মহামারি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছিলেন। নানাভাবে গুজব ছড়াচ্ছিলেন। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিন কেন পাননি, সেটি কোর্ট বলতে পারবেন। এই এখতিয়ার কোর্টের। তদন্তে বেরিয়ে এসেছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

শনিবার (৬ মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন ইস্যুতে বিএনপির মিছিল সমাবেশকে ব্যঙ্গ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এখন নানা ধরনের মিছিল আছে। দৌড় মিছিল, চোরাগোপ্তা মিছিল, হঠাৎ মিছিল। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নাকি একটি চোরাগোপ্তা মশাল মিছিল করেছেন। তাদের বলবো, এভাবে চোরাগোপ্তা মিছিল ও মানুষের ওপর চোরাগোপ্তা হামলা করে লাভ হবে না।’

বিএনপির ৭ মার্চ পালনের ঘোষণাকে অভিনন্দন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘এতদিন পরে তাদের বোধোদয় হলো। সত্যিকার অর্থে জনগণের কাছে যদি যেতে চান, তাহলে ইতিহাসকে মেনে নিন, যেভাবে ৭ মার্চকে মেনে নিয়েছেন। এতদিনের অপরাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান।’

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মো. শামসুল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মঈন উদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, মঈন উদ্দিন রাশেদ, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ, স্বজন কুমার তালুকদার, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

শেয়ার