Top

নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ১৬

০৬ মার্চ, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ১৬

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার সীমান্তবর্তী একটি গ্রামে শুক্রবার (৫ মার্চ) ওই হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সোকোতো প্রদেশের তারা গ্রামে ভোরের দিকে হামলা চালায় স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত অপরাধী চক্রের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা। এসব সন্ত্রাসী বছরের পর বছর ধরে হত্যা, অপহরণ, লুটতরাজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

স্থানীয় বাসিন্দা লাওয়ালি উমেহ এএফপি’কে বলেন, ‘হামলার সময় বন্দুকধারীরা মোটরসাইকেলে করে গ্রামে আসে এবং বেপরোয়াভাবে গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আমরা বিকেলে ১৬টি মৃতদেহ দাফন করেছি। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৯ জন।’

সাইদু নাইনো ইব্রাহিম নামে ওই এলাকার আইনপ্রণেতা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘হামলাকারীরা ১০০-র বেশি গরু লুট করে নিয়ে গেছে।’

নাইনো ইব্রাহিম আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তরা পার্শ্ববর্তী প্রদেশের দগোন জাঙ্গো নামক এলাকা থেকে এসেছিল। তার দাবি, হামলাকারীরা প্রতিনিয়ত এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে হামলা করছে, গ্রামবাসীদের হত্যা করছে এবং মালামাল ও গবাদি পশু লুট করছে।’

শেয়ার