Top
সর্বশেষ

৬০ কার্যদিবসের মধ্যে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে

২০ আগস্ট, ২০২০ ১১:২১ পূর্বাহ্ণ
৬০ কার্যদিবসের মধ্যে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে

৬০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। ২৯ জুলাই থেকে এ সময় গণনা শুরু হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন নির্দেশনা দিয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএসইসি।

ডিএসই জানিয়েছে, আইন অনুযায়ী কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক এবং প্রস্তাবিত পরিচালকদের সাব রুল (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুল ৪ (প্রভিশন অব ইনসাইডার ট্রেডিং) ১৯৯৫ মতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

শেয়ার