Top

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৩ জুন, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে নেদারল্যান্ডসও সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে পিছিয়ে ডাচরা। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল।

বৃহস্পতিবার (১৩ জুন) কিংসটনে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বেরসিক বৃষ্টির বাধায় ১৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

হাইভোল্টেজ এই লড়াইয়ে গত ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অপরিবর্তিত একাদশেই মাঠে নামছে শান্ত বাহিনী।

অন্যদিকে ডাচ শিবিরে একটি পরিবর্তন এসেছে। তেয়া নিদামাউনুরুর জায়গায় অফ-স্পিনার আরিয়ান দত্তকে ফেরানো হয়েছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

ডাচ একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

এম জি

শেয়ার