Top

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বাড়ি ও গাড়িতে আগুন

১৫ জুন, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বাড়ি ও গাড়িতে আগুন

টানা তৃতীয় দিনের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। শুক্রবার (১৪ জুন) উত্তর ইসরায়েলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্মস এলাকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মেতুলায় দুটি বাড়ি ও একটি বাসে আগুন ধরে যায়। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেতুলায় ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে শুক্রবার পাঁচটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাটিতে পড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। যা নেভাতে প্রাণপণ চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজায় তাণ্ডব শুরুর পর থেকেই ইসলায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে গত মঙ্গলবার লেবাননের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর তিন সদস্য। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার বলে জানিয়েছে তিনটি নিরাপত্তা সূত্র।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, নিহত তালেব হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের হিজবুল্লাহর কমান্ডার ছিলেন।

জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০টির বেশি রকেট ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ ছাড়া গত বৃহস্পতিবার ইসরাযেলের নয়টি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরানপন্থী সংগঠনটি।

এদিকে গাজায় হত্যাযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলি সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা কমতে কমতে এখন তলানিতে ঠেকেছে।

শুক্রবার (১৪ জুন) ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভের প্রকাশিত এক জরিপ অনুসারে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত মনে করেন মাত্র ৩৫ শতাংশ ইসরায়েলি। অর্থাৎ ৬৫ শতাংশই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। অন্যদিকে ৪১ শতাংশ নাগরিক গান্তজের পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ ৪১ শতাংশ ইসরায়েলি তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়।

বিএইচ

শেয়ার