Top
সর্বশেষ

ঢাবিতে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

১৫ জুন, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
ঢাবিতে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার নামাজের প্রথম জামাত সকাল ৮টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাত হবে।

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মুয়াজ্জিন এ জলিল।

বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮ টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদ ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া আজিমপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

বিএইচ

শেয়ার