Top

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের শীর্ষে রংপুর

১৯ জুন, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের শীর্ষে রংপুর

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছেন রংপুর বিভাগের মানুষ। এই বিভাগের মানুষের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব অন্যান্য বিভাগের তুলনায় বেশি (২৮ দশমিক ১০ শতাংশ)। পরের অবস্থানেই আছে বরিশাল (২৪ দশমিক ২৬ শতাংশ)।

এ মাসের (জুন) প্রথম সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে ১০ বছর কিংবা তার বেশি বয়সী মানুষের আর্থিক হিসাবের তথ্য তুলে ধরা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪৩ শতাংশ মানুষের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বিমা, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, ডাকঘর, পুঁজিবাজার ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আর্থিক হিসাব রয়েছে। তবে ৫২ দশমিক ৫৭ শতাংশ মানুষের কোনো ধরনের আর্থিক হিসাব নেই।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশের ২০ দশমিক ৮০ শতাংশ মানুষের এফএফএস হিসাব আছে। গ্রামাঞ্চলে এই হার ২১ দশমিক ৮২ শতাংশ। শহরাঞ্চলে ১৮ দশমিক ৭৫ শতাংশ।

এমএফএস হিসাবে সবচেয়ে পিছিয়ে চট্টগ্রাম। বিভাগটির ১৮ দশমিক ১১ শতাংশ মানুষের এমএফএস হিসাব আছে। কাছাকাছি অবস্থানে আছে ঢাকা। এখানকার ১৮ দশমিক ১৩ শতাংশ মানুষের এমএফএস হিসাব রয়েছে। অন্যদিকে সিলেটের মানুষের এফএফএস হিসাবের হার ১৮ দশমিক ৯২ শতাংশ। খুলনার ২০ দশমিক ৫২ শতাংশ, রাজশাহীর ২২ দশমিক ৫৭ এবং ময়মনসিংহের ২৪ দশমিক ২০ শতাংশ মানুষের এফএফএস হিসাব আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে ব্যক্তি পর্যায়ে ২২ কোটি ৬০ লাখ এমএফএস হিসাব রয়েছে। তার মধ্যে পুরুষের সংখ্যা ১৩ কোটি ১৭ লাখ এবং নারী ৯ কোটি ৪৩ লাখ। গত এপ্রিলে সব ধরনের এমএফএস হিসাবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকার লেনদেন হয়।

এএন

শেয়ার