Top
সর্বশেষ

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৮ হাজার কোটি টাকা

২০ জুন, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৮ হাজার কোটি টাকা
অর্থনৈতিক প্রতিবেদক: :

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) তথা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু পরের মাস এপ্রিলে এসে ধাক্কা লেগেছে। এ মাসে মোবাইল ব্যাংকিংয়ের প্রায় সবগুলো সূচকই নিম্নমুখী। চলতি ২০২৪ সালের মার্চের তুলনায় এপ্রিলে লেনদেন কমেছে ৮ হাজার ৮২৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মার্চে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৭৫৭ কোটি টাকা। আর পরের মাস এপ্রিলে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা। সেই হিসাবে মার্চ মাসের তুলনায় এপ্রিলে লেনদেন কমেছে ৮ হাজার ৮২৮ কোটি টাকা।

শুধু অর্থ পাঠানোই নয়, অনেক নতুন সেবাও মিলছে মোবাইল ব্যাংকিংয়ে। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা বিতরণ ও বিদেশ থেকে টাকা পাঠানোসহ (রেমিট্যান্স) বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।

প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চে এমএফএসগুলোতে জমা (ক্যাশ ইন) হয়েছিল ৪৫ হাজার ৯৮৪ কোটি টাকা। আর পরের মাস এপ্রিলে এমএফএসগুলোতে জমা (ক্যাশ ইন) হয়েছে ৪১ হাজার ৭৯৬ কোটি। সেই হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে জমা কম হয়েছে ৪ হাজার ১৮৮ কোটি টাকা।

তথ্য বলছে, মার্চে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৪৮ হাজার ৮৯ কোটি টাকা। আর পরের মাস এপ্রিলে এমএফএসের মাধ্যমে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছে ৪৬ হাজার ৯৮৭ কোটি টাকা। সেই হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে জমা (ক্যাশ আউট) কম হয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছিল ৪০ হাজার ৪১৬ কোটি টাকা।আর পরের মাস এপ্রিলে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৭ হাজার ৯০৪ কোটি টাকা। সেই হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন কম হয়েছে ২ হাজার ৫১২ কোটি টাকা।

তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিলে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৪৯৮ কোটি টাকা। এছাড়া বিভিন্ন পরিষেবার ২ হাজার ৬১৭ কোটি টাকার বিল পরিশোধ হয়।

তথ্যমতে, মার্চে এমএফএসের মাধ্যমে দেশে ৮১৩ কোটি টাকার প্রবাসী আয় এসেছিল। আর পরের মাস এপ্রিলে এসেছে ৮৫৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের মার্চে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিল ২২ কোটি ৪০ লাখ ১ হাজার ৪১২টি। আর পরের মাস এপ্রিলে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩টি। সেই এক মাসের ব্যবধানে গ্রাহক সংখ্যা বেড়েছে ২৫ লাখ।

নিবন্ধিত এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১৩ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ও নারী গ্রাহক সংখ্যা ৯ কোটি ৪৩ লাখ ৭০ হাজার।

এসব হিসাবের মধ্যে শহরের হিসাব সংখ্যা হল ৯ কোটি ৯১ লাখ ৬৯ হাজার এবং গ্রামের হিসাব সংখ্যা হল ১২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার।

বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ নানা নামে ১৩টির মতো ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে।

এএন

শেয়ার