Top
সর্বশেষ

বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত‌্যু

২০ জুন, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত‌্যু
খুলনা প্রতি‌নি‌ধি :

বজ্রপাতে খুলনার কয়রা উপজেলার দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাগড়ামা‌রি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৩৭) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এ সময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী।

কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলি মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেলযোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশ্যে রওনা দিলে দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী এলাকায় বৃষ্টি শুরু হয়।

এ সময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে বজ্রপাতে এনায়েত ও নাজমুল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসকে

শেয়ার