প্রকট ডলার সংকটের কারণে গত দুই বছর ধরে কমগুরুত্বপূর্ণ ও বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করে আসছে সরকার। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা। এটার কিছু সুফলও সরকার পেয়েছে। তবে বিলাসী পণ্য নিয়ন্ত্রণের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতেও। ডলারের অভাবে ভোগ্যপণ্যের আমদানিকারকরাও চহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) নিত্যপণ্যের এলসি খোলা কমেছে ১৪ দশমিক ৬৫ শতাংশ এবং এলসি নিষ্পত্তি হওয়া কমেছে ২০ দশমিক শূন্য ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আর ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটের কারণে ভোগ্যপণ্যের এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে। আর এটার প্রভাব পড়েছে বাজারের উপর। চাহিদা মতো এলসি করতে না পারায় আমদানি করা যাচ্ছে না। আর আমদানি কম হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ভোগ্যপণ্যের ঋণপত্র বা এলসি খোলা হয়েছিল ৬১৪ কোটি ৪৫ লাখ ডলারের। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে ৫২৪ কোটি ৯০ লাখ ডলারের। সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে এলসি খোলা কমেছে ৯০ কোটি ৫৫ লাখ ডলারের।
আর ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ভোগ্যপণ্যের ঋণপত্র বা এলসি নিষ্পত্তি হয়েছিল ৬০৩ কোটি ২৪ লাখ ডলারের। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি হয়েছে ৪৮২ কোটি ৮৪ লাখ ডলারের। সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে ১২১ কোটি ৪ লাখ ডলারের এলসি কম নিষ্পত্তি হয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে কমগুরুত্বপূর্ণ ও বিলাসী পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা একটা ভাল পদক্ষেপ। তবে খেয়াল রাখতে হবে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে নেতিবাচক প্রভাব না পড়ে। এমনিতেই দেশে এখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস চলে এসেছে। আবার যদি ভোগ্যপণ্য আমদানির জন্য এলসি খুলতে না পারে তাহলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। এজন্য ভোগ্যপণ্য আমদানিতে ছাড় দিতে হবে।
এদিকে, শিল্পের কাঁচামালের এলসি খোলা এবং নিষ্পত্তিও কমেছে ১ দশমিক ৪১ শতাংশ ও ২১ দশমিক শূন্য ৮৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হয়েছিল ১ হাজার ৭৯১ কোটি ৮৫ লাখ ডলারের। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে শিল্পের কাঁচামালের এলসি খোলা হয়েছে ১ হাজার ৭৬৬ কোটি ১৫ লাখ ডলারের। সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে ২৫ কোটি ৭ লাখ ডলারের এলসি কম খোলা হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি নিষ্পত্তি হয়েছিল ২ হাজার ৮২কোটি ১৪ লাখ ডলারের। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬২৭ কোটি ২৯ লাখ ডলারের। সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে ৪৫৫ কোটি ৮৫ লাখ ডলারের এলসি কম নিষ্পত্তি হয়েছে।
অপরদিকে, মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা কমেছে ১৮ দশমিক ৮৪ শতাংশ ও এলসি নিষ্পত্তি কমেছে ২৪ দশমিক ৬৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হয়েছিল ২৩৮ কোটি ১৮ লাখ ডলারের। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা হয়েছে ১৯৩ কোটি শূন্য দশমিক ৪ লাখ ডলারের। সেই হিসাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা কমেছে ৪৫ কোটি ১৪ লাখ ডলারের।
আর গত অর্থবছরের প্রথম নয় মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি নিষ্পত্তি হয়েছিল ২৮২ কোটি ৯৯ লাখ ডলারের। আর চলতি অর্থবছরের একই সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে ২১২ কোটি ২৮ লাখ ডলারের। সেই হিসাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য খোলা এলসি নিষ্পত্তি কম হয়েছে ৬৯ কোটি ৭১ লাখ ডলারের।
এম জি