Top
সর্বশেষ

বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্থনীতির মাথাব্যথার কারণ: সিপিডি পরিচালক

২৩ জুন, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্থনীতির মাথাব্যথার কারণ: সিপিডি পরিচালক

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, দেশে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে ৪৬.৪ শতাংশ বেশি। এর ফলে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে সরকারের তহবিল থেকে৷ তাই এই সক্ষমতা দেশের অর্থনীতির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২৩ জুন) রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সিপিডির উদ্যোগে বিদ্যুৎ-জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৩০ হাজার ৭৩৮ মেগাওয়াট। কিন্তু উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট। অর্থাৎ চাহিদার চেয়ে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ৪৬.৪ শতাংশ বেশি। এই সক্ষমতা দেশের অর্থনীতির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা ২০৩০ সালেও প্রয়োজন হবে না। আজ থেকে ৬ বছরে চাহিদা দাঁড়াতে পারে ১৯ হাজার ৪০০ মেগাওয়াট। ২৫ শতাংশ রিজার্ভ ধরলে তখন ২৩ হাজার ২৫২ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা হলেই হয়।

তিনি আরও বলেন, অন্যদিকে সক্ষমতা বাড়লেও দেশে লোডশেডিং হচ্ছে। গরমে গড়ে ১১শ’ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে স্পষ্ট কিছুই নেই। সরকার এই খাত নিয়ে কী করবে তা নিয়েও সবাই অন্ধকারে।

এএন

শেয়ার