চীনের মধ্যঅঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির অনেক এলাকাতেই বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে সিসিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টিতে হুনানপ্রদেশে একটি গ্রামে ভূমিধসের কারণে হতাহতের ঘটনা ঘটে। এতে চারটি বাড়ি ভেঙে পড়ে ও আটজন নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে তীব্র বৈরী আবহাওয়ার সম্মুখীন হচ্ছে চীন। দেশটিতে কোথাও বন্যা, আবার কোথাও তাপপ্রবাহ দেখা যাচ্ছে।
চীনের আবহাওয়া বিভাগ হুবেই ও আনহুই প্রদেসহ বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।
সূত্র: এএফপি
বিএইচ