Top
সর্বশেষ

বাগেরহাট সদর হাসপাতালে দেড় বছরে লিফট নষ্ট হয়েছে ৩০ বার

২৪ জুন, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
বাগেরহাট সদর হাসপাতালে দেড় বছরে লিফট নষ্ট হয়েছে ৩০ বার
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দুটি লিফট ৮ দিন ধরে বন্ধ রয়েছে নেই র‍্যাম্পও। জেলার একমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন ৯ শত থেকে ১ হাজার রোগী সেবা নিতে আসেন। আর হাসপাতালে ভর্তি থাকে প্রায় ৩শ’র অধিক রোগী। হাসপাতালটি চালু হওয়ার ১৬ মাসের মধ্যে এ পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে ৩০ বারেরও বেশি লিফট বন্ধ হয়েছে। লিফট বন্ধ থাকায় রোগীদের কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠাতে ও নামাতে হয়। লিফট বন্ধ থাকায় রোগীদের সিঁড়ি বেয়ে উঠানো-নামানো হচ্ছে।

সবশেষ গত ৮দিন আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় হাসপাতালটির লিফট দুটি। রোববার (২৩ জুন) রাত ৯টায় মেরামত করে সচল করা হয় লিফট দুটি।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বজনরা তাদের রোগীদের কোলে নিয়ে সিঁড়ি বেয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় নিয়ে যাচ্ছেন। রোগীদের সিঁড়ি বেয়ে উঠতেও খুব বেগ পেতে হচ্ছে স্বজনদের। আবার ট্রলি না পাওয়ার কারণে স্বজনরা পাঁজাকোলা কিংবা ঘাড়ে করে নিয়ে উঠছেন।

লিফট বন্ধ থাকলে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় ডেলিভারি ও মুমূর্ষু রোগীদের নিয়ে। স্ট্রেচার কাঁধে করে সিঁড়ি বেয়ে তাদের কেবিনে নিতে হয়। এতে বেশি নাড়াচাড়ায় রোগীদেরও অনেক কষ্ট হয়।

এদিকে বহুতল ভবনটি হস্তান্তরের এক বছরের মধ্যে প্রধান ফটকের দুপাশে পানি নিষ্কাশন লাইন ও সুয়ারেজ লাইন নির্মাণ ত্রুটির কারণে বারবার ভাঙা ও মেরামতের কাজ করার কারণে আরও বেশি বিপাকে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা।

একই এলাকার বাসিন্দা মাহফুজ আহমেদ বলেন, আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এই হাসপাতালে এসেছি। এসে দেখি লিফট বন্ধ। এই রোগী নিয়ে কীভাবে ওপরে উঠব, কীভাবে ডাক্তার দেখাব বুঝতে পারছি না। জরুরিভাবে লিফট দুটি চালুর দাবি জানাচ্ছি।

ডেমা ইউনিয়নের মালিকের বেড় এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মনিরা বেগম নামে এক রোগীর মেয়ে বলেন, ‘আমার মা পঞ্চম তলায় চিকিৎসাধীন। দিনে খাবার, ওষুধসহ ১০ থেকে ১৫ বার উঠতে-নামতে হচ্ছে। এতে খুব কষ্ট হচ্ছে।

কচুয়া উপজেলার আন্ধার মানিক গ্রামের নিত্যানন্দ হালদার বলেন, শ্বাসকষ্ট নিয়ে সিঁড়ি বেয়ে হাসপাতালের ৫ তলায় এসেছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হার্টবিট অনেক বেড়ে গেছে। কয়েকমাস আগে একবার এসেছিলাম, তখনও লিফট নষ্ট পেয়েছি। এভাবে হাসপাতালের লিফট নষ্ট হয়ে থাকে, কর্তৃপক্ষ তা দেখতে পায় না?’

চিকিৎসাসেবা নিতে আসা পৌরসভা এলাকার তহমিনা বেগম বলেন, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। এসে দেখি লিফট বন্ধ। ফলে হেঁটে ৫ তলায় উঠেছি ডাক্তার দেখাতে। কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে আমরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। লিফট চালু থাকলে এই দুর্ভোগ হতো না।’

বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, মাসে মাসে এভাবে লিফট বন্ধ থাকলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়। লিফট বন্ধ থাকলে রোগীদের ভোগান্তি লাঘবে বিকল্প লিফটের পাশাপাশি র‌্যাম্পের ব্যবস্থার দাবি জানাচ্ছি।

বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার লিফট নিয়ে ভোগান্তির কথা শিকার করে বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া ৭ তলা ভবনের দুটি লিফট যান্ত্রিক ত্রুটির কারণে ১৬ মাসে অন্তত ৩০ বার অচল হয়। তবে লিফট দ্রুত মেরামত করতে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে।

এসকে

শেয়ার