Top
সর্বশেষ

খানজাহানের দীঘিতে কুমিরের কামড়ে দর্শনার্থী আহত

২৪ জুন, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
খানজাহানের দীঘিতে কুমিরের কামড়ে দর্শনার্থী আহত
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দীঘির কুমিরের কামড়ে সেখাম আলী (৮৪) নামের এক দর্শনার্থী আহত হয়েছেন। রবিবার (২৩ জুন) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দীঘির ঘাটে কুমিরের আক্রমনের শিকার হন এই বৃদ্ধ। পরে স্থানীয়রা উদ্ধার করে এই বৃদ্ধকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।আহত বৃদ্ধ সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা।

তিনি তার বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেন নি। তার মেয়ের জামাই জামাল চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করেন এটাই বলছেন।

প্রতক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বিকেলে দীঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ করে মাজার ঘাটে কুমির দেখে প্রাণ বাঁচাতে পানির মধ্যে লাফিয়ে পড়েন তিনি। সাথে সাথেই সেখাম আলীকে আক্রমন করে কুমিরটি। তখন ঘাটে থাকা অন্যরা সেখাম আলীকে টেনে উপরে তোলেন। পরে স্থানীয় ফকিররা আহত অবস্থায় সেখাম আলীকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। কুমিরের কামরে সেখাম আলীর দুই পা এবং উরুতে ক্ষত হয়েছে। পরে আমরা তাকে এনে হাসপাতালে ভর্তি করেছি।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শংকামুক্ত। তার ক্ষতস্থানে ড্রেসিংসহ পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ্য হতে সময় লাগবে।এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমনে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন।

দীঘিতে গোসল ও ওজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।তিনি বলেন, মাজারের দীঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। তবে সাধারণত কুমির মানুষকে আক্রমন করে না। তবে মাঝে আক্রমন করে। এজন্য ওজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া যারা শুধু ওজু করবে তাদেরকে মাজার সংলগ্ন মসজিদের ওজু খানায় ওজু করার অনুরোধ করেন তিনি।

এসকে

শেয়ার