সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪১ বারে ২১ হাজার ৫৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১০৩ বারে ৭ লাখ ৩২ হাজার ২০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫ বারে ৩ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ২.৯০ শতাংশ, আইসিবির ২.৮৭ শতাংশ, সমতা লেদারের ২.৮৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২.৭৭ শতাংশ, এসকে ট্রিমসের ২.৭৬ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ২.৭৬ শতাংশ দর কমেছে।
এসকেএস