Top
সর্বশেষ

চুয়াডাঙ্গার সীমান্তে রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষকরা

২৬ জুন, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার সীমান্তে রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষকরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী একটি গ্রামে রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। এসময় স্থানীয়রা সাপটি পিটিয়ে হত্যা করে। বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন কৃষকরা। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মাঠে কাজের ফাঁকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন কৃষকরা। এসময় বাগানের ভেতর থেকে একটি রাসেলস ভাইপার সাপ বেরিয়ে আসে। কৃষকরা দেখতে পেয়ে সাপটিকে আটকে গ্রামের মধ্যে লোকালয়ে নিয়ে আসে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে হত্যা করে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম জানান, বুধবার সকালে মাঠে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পায় কৃষকরা। পরে সেটি পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গিয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান নিশ্চিত করে বলেন, ভারত সীমান্ত ঘেষা সীমান্ত ইউনিয়নের মেদেনীপুরে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা স্থানীয়দের আতঙ্কগ্রস্ত না হতে বলেছি। এই সাপ সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়া মাঠে কাজ করার সময় কৃষকদের আরও সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, ভারত সীমান্তবর্তী এ অঞ্চলে আবহমানকাল ধরেই ওই সাপ রয়েছে। চন্দ্রবোড়া নামেই মানুষ এই সাপকে চিনত। কিন্তু বর্তমানে ইংরেজিতে রাসেলস ভাইপার নামে পরিচিতি পাওয়ায় ও বিভিন্ন ভুল তথ্য প্রচার করায় মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। এখন সতর্কার সাথে চলাফেরা করতে হবে। বিশেষ করে মাঠে কাজ করার সময় কৃষকদের গামবুট পরতে হবে।

এসকে

শেয়ার