Top
সর্বশেষ

কয়রায় ঘূ‌র্ণিঝ‌ড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে নয়-ছয়

২৬ জুন, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
কয়রায় ঘূ‌র্ণিঝ‌ড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে নয়-ছয়
ত‌রিকুল ইসলাম, খুলনা :

খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় পর্যাপ্ত বরাদ্দ আস‌লেও যথাযথ বিতরণ না করায় জনম‌ণে নানা কৌতূহল জন্মা‌চ্ছে। একদিকে ক্ষ‌তিগ্রস্তরা মানবতার জীবনযাপন করছেন, অন্যদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে, খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা ‌থে‌কে উপ-বরা‌দ্দের চি‌ঠিতে গণমাধ‌্যম কর্মী‌দের অব‌হিত করার নির্দেশনা থাকলেও পালন করা হয়‌নি। বরং কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থে‌কে বরাদ্দ ও বিতর‌ণের স‌ঠিক তথ‌্য পে‌তে গণমাধ‌্যম কর্মী‌দের ভোগা‌ন্তি‌ পোহা‌তে হ‌চ্ছে।

কয়রা উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূ‌ত্রে জানা যায়, খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থে‌কে ঘূ‌র্ণিঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্ত‌দের মান‌বিক সহায়তার জন‌্য রিমা‌লে আঘাত হানার পূ‌র্ব মূহু‌র্তে ও প‌রে ক‌য়েক দফায় ১৯০ মে‌ট্রিক টন জিআর চাল, ১০ লাখ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়া শিশু খা‌দ্যের জন‌্য তিন লাখ টাকা ও গো-খা‌দ্যের জন‌্য তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তন্মা‌ধ্যে গত মে মা‌সে উপ‌জেলা দু‌র্যোগ ব‌্যবস্থাপনা বিভাগ থে‌কে সাত ইউনিয়‌নে‌র চেয়ারম‌্যান‌দের অনুকূ‌লে ৭০ মে‌ট্রিক টন চালের ছাড়পত্র দেয়া হয়। আর জেলা থে‌কে ৬ জুন বরাদ্দ পাওয়া ১২০ মে‌ট্রিক টন চাল অ‌দ্যোব‌ধি ছাড়পত্র দেয়া হয়‌নি। এছাড়া নগদ টাকা, শিশু খাদ‌্য ও গো খা‌দ্যের কোন টাকা চেয়ারম‌্যান‌দের অনুকূ‌লে দেয়া হয়‌নি।

মে মাসে ছাড়পত্র দেয়া চা‌লের ম‌ধ্যে আমাদী ইউনিয়‌নেমে‌ট্রিক টন, বাগালী ইউনিয়‌নেমে‌ট্রিক টন, কয়রা সদর ইউনিয়‌নে ১১ মে‌ট্রিক টন, ম‌হেশ্বরীপুর ইউনিয়‌নে ১৩ মে‌ট্রিক টন, উত্তর বেদকা‌শি ইউনিয়‌নে ১২ মে‌ট্রিক টন, দ‌ক্ষিণ বেদকা‌শি ইউনিয়নে ১৩ মে‌ট্রিক টন ও মহারাজপুর ইউনিয়‌নেমে‌ট্রিক টন দেয়া হয়।

অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে, ইউনিয়ন প‌র্যা‌য়ে বরাদ্দ দেয়া চালের অ‌ধিকাংশই বিতরণ না ক‌রে বি‌ক্রি ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া বিতরণকৃত চাল ক্ষ‌তিগ্রস্থ‌দের প‌রিব‌র্তে চেয়ারম‌্যান‌দের অনুসা‌রীরা পে‌য়ে‌ছেন ব‌লেও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। ইউনিয়ন পর্যা‌য়ে বরাদ্দ ও বিতর‌ণের বিষয়ে ইউপি চেয়ারম‌্যান, মেম্বার ও স‌চিব‌দের সা‌থে কথা ব‌লে ভিন্ন ভিন্ন তথ‌্য পাওয়া গে‌ছে। ক‌য়েক জন চেয়ারম‌্যান বিতরণ সম্পন্ন ক‌রে‌ছেন জানা‌লেও মাষ্টার রোল জমা দেননি। এমন‌কি বিতরণকৃত এলাকায় খোঁজ নি‌য়ে সত‌্যতা মে‌লে‌নি। এছাড়া ক‌য়েকজন ট‌্যাগ অ‌ফিসারের সা‌থে কথা বল‌লেও ‌বিতর‌ণের বিষ‌য়ে তারা অবগত নয় ব‌লে জানান। তাছাড়া ঝ‌ড়ের সময় শুকনা খাবার, খেচুড়িঁসহ অন‌্যান‌্য কা‌জে ১২ থে‌কে ১৩ লাখ টাকা ব‌্যয় ও শিশু খাদ‌্য বিতর‌ণে‌র কথা জানানো হ‌লেও বাস্ত‌বে মিল পাওয়া যায়‌নি।

বাগালী ইউনিয়নের হোগলা গ্রা‌মের মো. নূর ইসলাম (৭৭) ব‌লেন, ঝ‌ড়ে আমার ঘর সম্পূর্ণ ভেঙে যায়। এখনও বাইরে থাক‌তে হ‌চ্ছে। এ পর্যন্ত ‌কোন কিছুই পাইনি। শুধু ব‌য়ে‌াবৃদ্ধ নূর ইসলাম নয়, প্রতি‌টি ইউনিয়নের বেশ কয়েকজন ক্ষ‌তিগ্রস্ত‌দের সা‌থে কথা ব‌লে ত্রাণ সহায়তা পান‌নি ব‌লে জানা যায়। ত‌বে কেউ কেউ ১০ কে‌জি চাল পে‌য়ে‌ছেন ব‌লে জানান।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদ গত ১২ জুন ব‌লেন, ঘূ‌র্ণিঝড় রিমাল পূর্বমূহু‌র্তে ও পরবর্তীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা হ‌তে কয়রা উপ‌জেলায় ৭০ মে‌ট্রিক টন জিআর চাল এসে‌ছে। চাল এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ কেজি করে বিতরণের উদ্দেশ্যে চেয়ারম্যানদের অনুকূলে ডিও করে দিয়েছি। দুটি ইউনিয়ন বা‌দে বাকি সব ইউনিয়নের বিতরণ করা হয়েছে। তবে কোন মাস্টাররোল এখনো পায়নি। এছাড়া ১২ থেকে ১৩ লাখ নগদ টাকা পেয়েছি। যা ইমারজেন্সি সময়ে ব্যয় করেছি। গো খাদ্যের জন্য চার লাখ টাকা পেয়েছি যেটা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দেয়া হবে। শিশু খাদ্যের জন্য বরাদ্দ পাওয়া দুই লাখ টাকা দুর্যোগের সময় ব্যয় করা হয়।

ত‌বে ওই সময় ইউনিয়ন প‌রিষ‌দের অ‌ধিকাংশ চেয়ারম‌্যানরা পিআইও অ‌ফিস থে‌কে দেয়া তথ‌্য অনুযা‌য়ি বরাদ্দ পান‌নি ব‌লে জানালেও প‌রে তা‌দের ভাষ‌্য প‌রিবর্তন ক‌রেন। এদি‌কে ওই সময় উপ‌জেলা নির্বাহী কর্মক‌র্তা (ভারপ্রাপ্ত) মোঃ তা‌রিক উজ-জামানে‌র সা‌থে কথা বল‌লে তি‌নি ৭০ মে‌ট্রিক টন চা‌ল ও ৭ লাখ টাকা বরাদ্দ এসে‌ছে ব‌লে এ প্রতি‌বেদক‌কে জানান।

তথ্যে গড়‌মিল প‌াওয়ায় পরবর্তীতে খুলনা জেলা ত্রাণ শাখার শরণাপন্ন হ‌য়ে জান‌া যায়, কয়রায় ১৯০ মে‌ট্রিক টন জিআর চাল, ১০ লাখ টাকাসহ শিশু খা‌দ্যের জন‌্য তিন লাখ ও গো খা‌দ্যের জন‌্য তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

ভু‌ল তথ‌্য দেওয়া‌র বিষ‌য়, মাষ্টার‌রো‌লসহ চা‌ল ও টাকা ব‌্যয়ের অ‌নিয়‌ম সম্প‌ে‌র্কে পিআইও মো. মামুনার রশিদ এর কা‌ছে জান‌তে চাইলে তি‌নি ব‌লেন, ১২০ মে‌ট্রিক টন চা‌ল বরা‌দ্দের চি‌ঠি দে‌রি‌তে হা‌তে পাই। এখনও কিছু টাকা ও চাল বিতরণ বা‌কি র‌য়ে‌ছে। দ্রুতই অনুষ্ঠা‌নের মাধ‌্যমে ক্ষ‌তিগ্রস্ত‌দের ম‌ধ্যে বিতরণ করা হ‌বে। কোন চাল বি‌ক্রি করা হয়‌নি।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, ৩০ জু‌নের মধ্যে সকল চাল ও টাকা উত্তোলন কর‌তে হ‌বে। জিআর এর চাল বি‌ক্রির কোন সু‌যোগ নেই। অ‌নিয়‌মের সু‌নির্দিষ্ট অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে ব্যবস্থা নেয়া হ‌বে।

এসকে

শেয়ার