Top
সর্বশেষ

আওয়ামী লীগের আয়-ব্যয় বেড়েছে, ব্যাংকে জমা ৯০ কোটি

২৭ জুন, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের আয়-ব্যয় বেড়েছে, ব্যাংকে জমা ৯০ কোটি

২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির বছরে আয়-ব্যয় দুটোই বেড়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচনে কমিশন সচিবালয়ে প্রবেশ করেন। ইসি সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেন তাঁরা।

বিবরণী অনুসারে, ২০২৩ সালের ১ জানুয়ারি দলটির ব্যাংক হিসাবে জমা ছিল ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। আর বছর শেষে অর্থাৎ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলটির ব্যাংক হিসাবে রয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

এই সময়ে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। আয় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিবরণীতে আয়ের খাতে বলা হয়েছে, মাসিক চাঁদা থেকে দলটি আয় করেছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ টাকা। মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য ফরম বিক্রি করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ভাড়া বাবদ দলটি আয় করে ১৫ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাংক থেকে সুদ ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার কোটি টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে আয় ৩৭ লাখ ৭২ হাজার টাকা।

২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

এম জি

শেয়ার