Top
সর্বশেষ

আউট দিলেন আম্পায়ার, পাইলটকে ফিরিয়ে আনলেন পিটারসেন

০৭ মার্চ, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
আউট দিলেন আম্পায়ার, পাইলটকে ফিরিয়ে আনলেন পিটারসেন

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড লিজেন্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ লিজেন্ডস। রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলের অধিনায়ক কেভিন পিটারসেন।

নিজেদের প্রথম ম্যাচে ভারত লিজেন্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লিজেন্ডস। সেই ম্যাচে শচীন-শেবাগদের কাছে ১০ উইকেটে হেরে যায় টাইগাররা। অন্যদিকে আসরে এটাই ইংল্যান্ড লিজেন্ডসের প্রথম ম্যাচ।

টস জিতে পিটারসেন বলেন, ‘ভারতের মাটিতে খেলার জন্য সবাই মুখিয়ে আছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে খেলছি। আমাদের ক্যারিয়ার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সড়কের নিরাপত্তা বেশ গুরুত্বপূর্ণ।’

টস সেশনে রফিক বলেন, ‘আমিও ভেবেছিলাম টস জিতলে বোলিং নিব। গত ম্যাচে মিডল অর্ডার ভালো করতে পারেনি। আশা করি আজ ভালো লড়াই করতে পারব। এই টুর্নামেন্টে খেলতে পেরে ভালো লাগছে।’

একনজরে দুই দলের একাদশ

ইংল্যান্ড লিজেন্ডস : কেভিন পিটারসেন (অধিনায়ক), গাভিন হ্যামিল্টন, ফিল মাস্টার্ড (উইকেটরক্ষক), ড্যারেন ম্যাডি, কবির আলী, জেমস ট্রেডওয়েল, ক্রিস ট্রেমলেট, ক্রিস স্কোফিল্ড, রায়ান জায় সাইডবটম, মন্টি পানেসার ও ম্যাথু হোগার্ড।

বাংলাদেশ লিজেন্ডস : নাজিমউদ্দিন, জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, রাজিন সালেহ, হান্নান সরকার, মোহাম্মদ রফিক (অধিনায়ক), মোহাম্মদ শরীফ, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মুশফিকুর রহমান, আব্দুর রাজ্জাক ও আলমগীর কবির।

পানেসারকে চার মেরে রানের খাতা খুললেন নাজিমউদ্দিন

আগের ম্যাচে ৪৯ রানের ঝলমলে ইনিংস খেলা নাজিমউদ্দিন ইনিংসের দ্বিতীয় বলে মন্টি পানেসারকে কভার অঞ্চল দিয়ে চার মেরে রানের খাতা খুলেছেন। ওভারের শেষ বলে পয়েন্ট এলাকা দিয়ে হাঁকান আরেকটি চার। প্রথম ওভার শেষে বাংলাদেশ ১০/০।

দুর্ভাগ্যবশত আউট নাজিমউদ্দিন, সাজঘরে বেলিমও

সাইডবটমের বলে ড্রাইভ করেহচিলেন, ব্যাটে বলে ঠিকমত হয়নি। হাওয়ায় ভাষা বল আঘাত হানে স্ট্যাম্পে। ১৪ বলে ১২ রান করে দলীয় ২০ রানে সাজঘরে ফেরেন নাজিমউদ্দিন। পরের ওভারে ট্রেমলেট বোল্ড করে সাজঘরে ফেরান বেলিমকে। ২২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১২ বলে ৫ রান করেন বেলিম।

দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ লিজেন্ডস

৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২৪ রান, ২ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন হান্নান সরকার ও নাফিস ইকবাল।

তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

৩৭ রানে বাংলাদেশের ৩ উইকেটের পতন। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে সাজঘরে ফিরেছেন হান্নান সরকার (৯ বলে ১৩ রান)। ট্রেমলেটের বলে তাকে তালুবন্দি করেন স্কোফিল্ড।

পানেসারের শিকার হয়ে সাজঘরে নাফিস

অষ্টম ওভারের প্রথম বলে পানেসারের ডেলিভারিতে এলবিডব্লিউ নাফিস। ৪৫ রান জড়ো করা বাংলাদেশের নেই ৪ উইকেট। ১০ বলের মোকাবেলায় নাফিস করেছেন ৮ রান।

আউট দিলেন আম্পায়ার, পাইলটকে ফিরিয়ে আনলেন পিটারসেন

৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ১২তম ওভারের চতুর্থ বলে স্কোফিল্ডের এলবিডব্লিউ এর আবেদনে সাড়া দিয়ে পাইলটকে আউটের সংকেত দেন আম্পায়ার। তবে বল পায়ের আগে স্পর্শ করেছিল ব্যাটে। টেলিভিশন রিপ্লেতে তা দেখতে পেয়ে সাজঘরের পথে হাঁটতে থাকা পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। ১২তম ওভার শেষে বাংলাদেশ ৬৫/৫। ১৫ বলে ১০ করে পাইলট ও ৪ বলে ৭ রান করে মুশফিকুর রহমান ক্রিজে রয়েছেন।

শেয়ার