Top

গাজায় ইসরায়েলি অভিযানে একদিনে ৬০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

২৯ জুন, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি অভিযানে একদিনে ৬০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজা শহরের শুজাইয়ার আশেপাশে ইসরায়েলি স্থল অভিযানে অন্তত ৬০ থেকে ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার (২৭ জুন) এ ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার (২৮ জুন) জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্টিফেন ডুজারিক বলেন, নতুন বাস্তুচ্যুতির তথ্য এসেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের পূর্বাঞ্চলের ২৮টি আবাসিক ব্লকে বসবাসকারী লোকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে সাত বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত ওই এলাকা থেকে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি আরো জানান, রাফার আল-মাওয়াসি এলাকায় এক সামরিক অভিযানের ফলে কমপক্ষে ৫ হাজার লোক হতাহত ও বাস্তুচ্যুত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর পর থেকে উপত্যকায় ৩৭ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের মতো মানুষ। নিখোঁজ রয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি।

ইসরায়েলি সামরিক অভিযান ২৩ লাখ বাসিন্দার ছিটমহলটির বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এএন

শেয়ার