Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে সম্রাট-মহেন পরিষদ

২৯ জুন, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে সম্রাট-মহেন পরিষদ
খুলনা প্রতি‌নি‌ধি :

খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪-২৫ এ সম্রাট-মহেন পরিষদ বিজয়ী। শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মো. হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজে’র সদস্য হাসান আল মামুন।

ভোট গ্রহণকালীন সময়ে নির্বাচন পরিদর্শনে আসেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ ক‌রে বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট চলছে। আমরাচাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হোক। নির্বাচনের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক।

এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠ ভাবে সদস্যরা তাদের ভোট প্রদান করছেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ভোট গননা করেন। ১২৬ জন ভোটারের মধ্য ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্ব‌ন্দ্বি আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিমল সাহা ৩ ভোট পেয়েছেন। সহ সভাপতি দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ভোট ও মো. আমীরুল ইসলাম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট ও প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য ০৩টি পদে নেয়ামুল হাসান কচি ৫৮ ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ভোট, উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য মো: বেলাল হোসেন।হাসান।

এসকে

শেয়ার