Top
সর্বশেষ

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় এখনো ২১ শতাংশ পিছিয়ে এনবিআর

৩০ জুন, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় এখনো ২১ শতাংশ পিছিয়ে এনবিআর

২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চার লাখ ৮০ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই লক্ষ্যপূরণ অসম্ভব জেনে লক্ষ্যমাত্রায় সংশোধন আনা হয়। সংশোধিত লক্ষ্যমাত্রায় ৭০ হাজার কোটি টাকা কমিয়ে চার লাখ ১০ হাজার কোটি টাকা করা হয়। তবে অর্থবছরের প্রথম ১১ মাস (জুলাই-মে) শেষে সংশোধিত লক্ষ্যের চেয়েও ২০.৮৮ শতাংশ পিছিয়ে আছে এনবিআর।

একই সময়ে আয়কর, ভ্যাট ও কাস্টমস খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ২৫ হাজার ৭৪০ কোটি টাকা। অথচ এ সময়ে আদায় হয়েছে তিন লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি টাকা, যা কমিয়ে আনা লক্ষ্যের চেয়েও এক হাজার ৩৬২ কোটি টাকা কম।

এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রার চেয়েও ১২ হাজার ৪২৫ কোটি টাকা বেশি আদায় হয়েছে। এ খাতে লক্ষ্য ছিল ৯২ হাজার ৬২৯ কোটি টাকা।

বিপরীতে আদায় হয়েছে এক লাখ চার হাজার ৫৪ কোটি টাকা। একই সময়ে ভ্যাট খাতে লক্ষ্য ছিল এক লাখ ৩২ হাজার ৭৫৫ কোটি টাকা। আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ৭৬৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি চার হাজার ৯৯২ কোটি টাকা।

এ ছাড়া আমদানি ও রপ্তানি পর্যায়ে ঘাটতির পরিমাণ আট হাজার ৭৯৫ কোটি টাকা। এ খাতে আদায় হয়েছে ৯১ হাজার ৫৬০ কোটি টাকা। বিপরীতে লক্ষ্য ছিল এক লাখ ৩৫৫ কোটি টাকা।

অর্থবছরের প্রথম ১১ মাসে সংশোধিত লক্ষ্যমাত্রার ৯৯.৫৮ শতাংশ আদায় করেছে এনবিআর, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪.৮৬ শতাংশ বেশি। প্রবৃদ্ধির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আয়কর খাত।

এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৮.০৯ শতাংশ। ভ্যাটে প্রবৃদ্ধি ১৬.৩৫ শতাংশ। এ ছাড়া কাস্টমসে প্রবৃদ্ধি ৯.৪৬ শতাংশ।

বর্তমান আদায়ের হিসাবে অর্থবছরের শেষ মাস জুনে এনবিআরকে আরো ৮৫ হাজার কোটি টাকা আদায় করতে হবে। তাহলে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। অথচ সক্ষমতার অভাবে সংশোধিত লক্ষ্যমাত্রায় ৭০ হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। সে হিসাবে মূল লক্ষ্য থেকে এখনো এক লাখ ৫৫ হাজার কোটি টাকা পিছিয়ে রাজস্ব বোর্ড।

সক্ষমতার অভাবে ৭০ হাজার কোটি টাকা কমিয়ে লক্ষ্যের কাছাকাছি থাকার পরও এই অর্জনে খুশি এনবিআর কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জন করেছে এনবিআর। অর্থবছর শেষে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।

এএন

শেয়ার