Top
সর্বশেষ

বাগেরহাটে বজ্রপাতে মজুরের মৃত্যু

৩০ জুন, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
বাগেরহাটে বজ্রপাতে মজুরের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে বজ্রপাতে ইকলাস শেখ (৫০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার সুন্দরপুর মাঠে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত ইকলাস শেখ রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড় গ্রামের হাসেম শেখের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, সুদর্শন সরকার নামের এক দিন মজুরের মৎস্য ঘেরে কাজ করছিলেন দিন মজুর ইকলাস শেখ। দুপুরের দিকে বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়। সোমবার সকালে তার দাফন হবে।

এসকে

শেয়ার