Top

তিনদিনের সফরে রাঙ্গামাটি যাচ্ছেন রাষ্ট্রপতি

০১ জুলাই, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ
তিনদিনের সফরে রাঙ্গামাটি যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনদিনের সফরে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি ৮-১০ জুলাই সকাল পর্যন্ত রাঙ্গামাটিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৮ জুলাই সকালে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি যাবেন রাষ্ট্রপতি। পরে আরণ্যক হলিডে রিসোর্টে রাত্রিযাপন করবেন।

রাঙ্গামাটি অবস্থানকালে রাষ্ট্রপতি পাহাড়িদের কোমর তাঁতে বোনা ঐতিহ্যবাহী পোশাকের মার্কেট পরিদর্শন করবেন।

৯ জুলাই হাউজবোটে কাপ্তাই হ্রদ ভ্রমণ করে কাপ্তাই উপজেলায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শ করবেন। পরে নয়নাভিরার আসামবস্তি সড়ক হয়ে রাঙ্গামাটিতে ফিরবেন রাষ্ট্রপতি। ১০ জুলাই সকালে রাঙ্গামাটি ত্যাগ করবেন তিনি।

বিএইচ

শেয়ার