Top

খুলনার রাসেলস ভাইপার বাগেরহাটে নিলেন যুবক, দেখতে জনতার ভীড়

০২ জুলাই, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
খুলনার রাসেলস ভাইপার বাগেরহাটে নিলেন যুবক, দেখতে জনতার ভীড়
বাগেরহাট প্রতিনিধি :

খুলনা থেকে একটি রাসেলস ভাইপার সাপ বাগেরহাটে ধরে নিয়ে গিয়েছেন রফিকুল ইসলাম নামের এক যুবক। স্থানীয়দের দেখানোর উদ্দেশ্যে প্লাষ্টিকের পট থেকে সাপটিকে বের করেন ওই সাপুরে। মুহুর্তেই সাপটি দেখতে উৎসুক জনতার ভীড় জমে যায়। এসময় অনেকেই সাপটির ছবি তোলেন ও ভিডিও করেন।

মঙ্গলবার (২ জুলাই) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় মাছ বাজারে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে সাপটি নিয়ে চলে যায় রফিকুল। সর্বশেষ বিকেলে সাপ নিয়ে বাজারে অবস্থান করেছিল রফিকুল।

রফিকুল ইসলাম পিরোজপুরের নাজিরপুর দেউলিয়া বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ চাষি। প্রায় ১৬ বছর ধরে যেখানে খবর পান সেখানে গিয়ে সাপ ধরেন।

রফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি ফাকা মাঠে জালে আটকা পড়েছে সাপ। খবর পেয়ে সেখানে গিয়ে সাপটিকে ধরে নিয়ে আসি। মূলত এটি খুবই বিষধর রাসেলস ভাইপার সাপ।

তিনি বলেন, রাসেলস ভাইপার সাপ নিয়ে জনমনে অনেক আতঙ্ক রয়েছে। মানুষকে সচেতন করার জন্য এই সাপটি নিয়ে মানুষ যাতে আতঙ্কিত না হয় এজন্য সবাইকে দেখিয়েছি।

রফিকুল ইসলাম দাবি করেন তিনি পেশায় একজন মাছ চাষি। তবে ১৬ বছর ধরে বিভিন্ন এলাকা থেকে বিষাধর সাপ ধরেন।

সাপ দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার সাপ নিয়ে অনেক প্রচার-প্রচারণা দেখেছি। মাছ বাজারে রাসেলস ভাইপার সাপ দেখানো হচ্ছে শুনে দেখতে এলাম। একটা প্লাষ্টিকের ভিতর থেকে সাপটিকে বের করে ছেড়ে দেওয়া হয়েছিল। এসময় অনেকেই রাসেলস ভাইপার সাপটির ছবি তুলেছে। আমাদের এলাকায় রাসেলস ভাইপার সাপ কখনো দেখা যায়নি। এর আগে এই সাপ আমি দেখিনি।

মাছ ব্যবসায়ী আশিক বেপারী বলেন, আমাদের এলাকায় কোথাও রাসেলস ভাইপার সাপ নেই আজ প্রথম এই সাপ দেখলাম। যে লোকটি সাপ নিয়ে এসেছেন তিনি অন্য জেলা থেকে সাপটি ধরেছেন। তাকে অনুরোধ করেছি যেন এটাকে নিয়ে তিনি এখান থেকে চলে যান।

এদিকে সাপ নিয়ে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এবং বাগেরহাট মডেল থানার দুই ধরণের বক্তব্য পাওয়া গেছে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, বাগেরহাট মডেল থানা থেকে আমাদেরকে জানিয়েছে বিষয়টি। তবে তারা যদি সাপটিসহ ওই ব্যক্তিকে আটক করত, তাহলে আমরা সহজে সাপটিকে উদ্ধার করতে পারতাম।

এদিকে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাগেরহাটে রাসেলস ভাইপার সাপ নিয়ে আসছে। বিষয়টি আমরা বন বিভাগকে জানিয়েছি।

এএন

শেয়ার