Top

অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক

০৩ জুলাই, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক
জাহাঙ্গীর আলম আনসারী :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১ দশমিক ১১৫ বিলিয়ন মার্কিন ডলার (১১১ কোটি ৫০ লাখ ডলার) এবং আরও কয়েকটি দাতা সংস্থার ঋণ পেয়ে রিজার্ভের গোপন হিসাব (নিট রিজার্ভ) প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ও অন্যান্য ঋণ মিলিয়ে মোট ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ যুক্ত হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

এই নিট রিজার্ভকে ব্যয়যোগ্য রিজার্ভও বলা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সকল প্রকার দায়-দেনা বাদ দেয়ার পর ব্যয় করার মতো যেটা থাকে সেটাই হল নিট বা ব্যয়যোগ্য রিজার্ভ। আইএমএফ এর সদস্য রাষ্ট্রগুলো নিট রিজার্ভের তথ্য প্রকাশ করে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এর আগে কখনো নিট রিজার্ভের এই তথ্য প্রকাশ করেনি।

এমনকি এক সময় রিজার্ভের এই হিসাবকে স্বীকারও করেনি কেন্দ্রীয় ব্যাংক। কিছু দিন আগে ব্যয়যোগ্য রিজার্ভ কমে ১৩ বিলিয়নের ঘরে চলে এসেছিল। ওই সময় দেশের ব্যয়যোগ্য রিজার্ভের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকের কাছে জানতে
চাইলে তিনি বলেছিলেন-এসব হিসাব আপনারা কোথায় পেয়েছেন? কিন্তু আইএমএফের ঋণে রিজার্ভ বাড়ার পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক নিজেই মেসেজ করে সাংবাদিকদেরকে নিট রিজার্ভের হিসাব জানিয়েছেন।

রিজার্ভের তিনটি হিসাব রয়েছে। প্রথমত, গ্রস রিজার্ভ যেটা কেন্দ্রীয় ব্যাংক সব সময় প্রকাশ করে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের এই হিসাবে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছর শেষে, ৩০ জুন রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৮২ বিলিয়ন বা ২ হাজার ৬৮২ কোটি মার্কিন ডলারে। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গতবছরের অক্টোবর মাসে সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন যে, এদেশে একজন তথাকথিত অর্থনীতিবিদ যে ব্যয়যোগ্য রিজার্ভ দাবি করেছেন তা বাংলাদেশ হিসাব করে না।

পরবর্তীতে গভর্নরের সঙ্গে সুর মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এনআইআরের হিসাব অস্বীকার করে আসছিলেন। যদিও বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য দিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক। মূলত সাংবাদিক এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কাছে এই তথ্য দিতে লুকোচুরি করে আসছিল ।

এ বিষয়ে জানতে চাইলে পলিসি রিসার্স ইনস্টিটিউটের পিআরআই) নির্বাহী পরিচাল আহসান এইচ মনসুর বাণিজ্য প্রতিদিনকে বলেন, রিজার্ভ কিছুটা বেড়েছে এটা ভাল খবর। কিন্তু যথেষ্ট নয়। রিজার্ভ নিয়ে আত্মতুষ্টির কিছু নাই। রিজার্ভ পরিস্থিতি এখনো বিপদজনক জোনে আছে।

তিনি বলেন, বিপিএম-৬ অনুযায়ী ১৮ থেকে ২১ বিলিয়নে এসেছে আর নিট রিজার্ভ ১৩ থেকে ১৬ বিলিয়নে এসেছে এটা ভাল। কিন্তু এটাকে আরও বাড়াতে হবে। ধারাবাহিক বাড়াতে হবে। আর রিজার্ভ বাড়ানোর জন্য ব্যয় কমানো ও সুদহার বাড়ানোর কাজ হচ্ছে। মনিটরি পলিসি টাইট করারও চেষ্টা হচ্ছে। রিজার্ভ বাড়াতে আরেকটি কাজ হল সুদহার বাজার ভিত্তিক করা-সেটাও হচ্ছে। এগুলো ধরে রাখতে হবে। রিজার্ভ গননার দ্বিতীয় পদ্ধতি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬। এই হিসাব অনুযায়ী রিজার্ভ এখন ২১ দশমিক ৮৪ বিলিয়ন বা ২ হাজার ১৮৪ কোটি ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ও আগে প্রকাশ করতো না কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের জানুয়ারিতে আইএমএফ এর ঋণ পাওয়ার পর ২০২৩ সালের জুলাই থেকে বিপিএম৬ পদ্ধতির গ্রস রিজার্ভের তথ্য জানিয়েছে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখিত দুইটি হিসাবের বাইরেও বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, এতদিন যা শুধু আইএমএফকে দিতো। প্রকাশ করত না। তবে ঋণ সহায়তা পাওয়ার পর হঠাৎ ২ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ বেড়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন শেষে বাংলাদেশ ব্যাংকের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য রিজার্ভ আছে ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এ হিসাবে নিট রিজার্ভের চেয়ে ১০ দশমিক ৮১ বিলিয়ন ডলার বেশি দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের আমদানি ব্যয় মেটাতে তিন মাসের মত রিজার্ভ থাকতে হয়। কিন্তু বিভিন্নভাবে আমদানি নিয়ন্ত্রণ করার পরেও বাংলাদেশের গড়ে ৫ বিলিয়ন ডলারের বেশি আমদানি ব্যয় হচ্ছে প্রতি মাসে। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। যেভাবে তৈরি হয় রিজার্ভ রেমিট্যান্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তি পরিশোধ, বিদেশিকর্মীদের বেতন-ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়, তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়। আর বেশি খরচ হলে রিজার্ভ কমে যায়।

এম জি

শেয়ার