স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোগে আস্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৮ মার্চ ) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দিনের শুরুতে সকল নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান কার্যালয়ের ন্যায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল শাখায়ও একইভাবে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ বলেন , ঘরে- বাইরে, কর্মক্ষেত্রে নারীর সকল কর্মকে স্বীকৃতি প্রদান করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, সকল ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদান করতে এবং সেই সাথে নারীর প্রতি বৈষম্যমূলক আচরন অবসানকল্পে ১৯৭৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতি বছরের ০৮ মার্চ কে আস্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে।