Top

বাজেটে কৃষিখাতকে প্রাধান্য দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

০৭ জুলাই, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
বাজেটে কৃষিখাতকে প্রাধান্য দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে গুরুত্ব দিয়েছেন ও ভর্তুকি অব্যাহত রেখেছেন। যার ধারাবাহিকতায় এবারের বাজেটেও কৃষিখাতকে প্রাধান্য দিয়ে প্রায় ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (৭ জুলাই) ওসমানী মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার সময়ে খাদ্য উৎপাদনের দিকে জোর দিতে বলেছিলেন, যাতে কেউ ভুখা না থাকে। আজকের দিনে এসে এ কথাটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের খাদ্য উৎপাদনে ৩০ শতাংশের মতো একটা লস হয়। এ লসটা কমিয়ে আনতে কৃষি বিজ্ঞানীদের কাজ করতে হবে।

তিনি বলেন, কৃষিখাতের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন তা আমরা করছি, প্রয়োজনে আরও করব। কৃষক ও কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী বরাবরই গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এবারের বাজেটে কৃষিখাতকে গুরুত্ব দিয়ে প্রায় ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভর্তুকির পরিমাণও ব্যাপক। ৫৪ টাকার সার ২২ টাকায় কৃষকের কাছে বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, এআইপি নীতিমালা অনুযায়ী প্রতি বছর মোট ৫টি বিভাগে এআইপি সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এআইপি কার্ডের মেয়াদকাল হচ্ছে এক বছর। এআইপিগণ সিআইপিদের মতো সুযোগ-সুবিধা পান। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় হতে একটি প্রশংসাপত্র, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ; বিমান, রেল, সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার; নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন এবং বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধা।

এএন

শেয়ার