সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৭ জুলাই) সকাল ১০টা থেকেই কর্মবিরতি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক কাজ।
কর্মসূচি চলাকালে ঢাবির কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, ঐক্য পরিষদের ব্যানারে এক সপ্তাহ ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের সমাবেশের জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই সিসি ক্যামেরাকে আমরা ভয় পাই না। প্রত্যয় স্কিম নামের স্কিম দিয়ে আমাদের পেনশনকে জবাই করা হয়েছে। এটা আমরা মানি না, মানবো না।
উল্লেখ্য,সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর তারা সেখানে অবস্থান নিয়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিকেল ৫টা পর্যন্ত এখানে তাদের অবস্থানের কথা রয়েছে।
এম পি