দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি কমানো নিয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের যে তোড়জোড় ছিল সেই অনুযায়ী মূল্যস্ফীতি কমেনি। আর বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি যেটা কমেছে সেটাও একেবারে যৎসামান্য। কারণ খাদ্যপণ্যে মূল্যস্ফীতি এখনো সাড়ে ১০ শতাংশের কাছাকাছি। আর সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।
আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।
বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যেটা আগের মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। সেই হিসাবে জুনে সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।
বিবিএসের প্রতিবেদন বলছে, গেল জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সামন্য কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। যেটা আগের মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। সেই হিসাবে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ৩৪ শতাংশ।
অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ, যেটা আগের মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ। সেই হিসাবে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যেটা মে মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। সেই হিসাবে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ।
শহরে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। যেটা মে মাসে ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। আর শহরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে, যেটা মে মাসে ছিল ৯ দশমিক ৯৯ শতাংশ। সেই হিসাবে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমেছে মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ।
এছাড়া, গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৭৩ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।
মজুরি হার বেড়ে ৭ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। যা মে মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।
বিএইচ