বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন চৌধুরী।
রবিবার (৭ মার্চ) এক নির্দেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে-১ সংযুক্ত করা হয়েছে।
জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতকোত্তর ডিগ্রী এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
জাকির হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসসহ বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
দাপ্তরিক প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।