Top
সর্বশেষ

এক দফা দাবিতে ফের ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

০৭ জুলাই, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
এক দফা দাবিতে ফের ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

চলমান চার দফা দাবিকে এক দফায় নামিয়ে এনে কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, এতদিন আমরা চার দফা নিয়ে আন্দোলন করেছি, আজ থেকে আমরা এক দফা নিয়ে আন্দোলন করবো। সেটি হলো সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা রয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে। এছাড়া সারাদেশের ‘ব্লকেড’ কর্মসূচি ফের বহাল থাকবে।

রোববার (৭ জুলাই) রাত ৮ টায় শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ক্লাস পরীক্ষা বর্জনের যে কর্মসূচি সেটি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো। আমাদের যে ব্লকেড কর্মসূচি সেটি আগামীকাল বহাল থাকবে। আজ আমরা বাংলামোটর পর্যন্ত গিয়েছি কাল আমরা ফার্মগেট পৌঁছে যাবো।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমাদের কোনো দাবি যৌক্তিক মনে না হলে এদেশে শতভাগ কোটা চালু করেন। কোটাধারীদের প্রশাসনে আমরা যেতে চাইনা। এই প্রশাসন কোটাধারীদের প্রশাসন। হয় কোটা বৈষম্য নিরসন হবে নয়তো দেশকে কোটাধারীদের দেশ হিসেবে ঘোষণা করা হোক। যে দেশে মেধাবীদের মূল্যায়ন নেই সে দেশে আমরা থাকতে চাইনা। আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নাই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি।

এসময় তিনি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সর্বাত্মক আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান এবং আগামীকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আন্দোলন শুরু করার ঘোষণা দেন।

এএন

শেয়ার