Top
সর্বশেষ

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

০৯ জুলাই, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেককে যুগ্ম সাধারণ সম্পাদক (১ নম্বর), কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এমজি

শেয়ার