বৈষম্যমূলক কোটাপ্রথা সংস্কারের দাবিতে মাদারীপুর সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা ‘সড়ক অবরোধ’ কর্মসূচি পালন করেছেন। অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান করে ‘অবস্থান কর্মসূচি’ পালন এবং কোটাপ্রথা সংস্কারের দাবিতে স্লোগান তুলেছেন।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে পূর্ব ঘোষণা মোতাবেক মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন এবং পরে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটাপ্রথা বাতিলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান তুলেন।
এর আগে শিক্ষার্থীরা প্রায় ঘণ্টাখানেক মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরুদ্ধ করে কোটাপ্রথার বিলুপ্তি চেয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে মাদারীপুর সদর থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা তাদের সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেন এবং মাদারীপুর সরকারী কলেজের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিলে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটাপ্রথার বাতিল বা সংস্কার চাই।
মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, আমাদের একটাই দাবী, যে করেই হোক, কোটা বাতিল বা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিতে চাকরিতে অংশ নিতে হবে। আদালতে রায় পুনর্বহাল করতেই হবে। কোন অশুভ শক্তিতে আমরা এই আন্দোলন থেকে পিছপা হবো না। মাদারীপুর জেলায় সকল কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নেবে।
এএন