চলমান কোটাবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্পসংলগ্ন রাস্তায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে বেসরকারি টিভি চ্যানেলের এক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ অন্তত ৭ জন আহত হন। পরে ৭ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হলেও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এএন