Top
সর্বশেষ

মোংলা বন্দরে আমদানীকৃত গাড়িতে আগুন

১২ জুলাই, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
মোংলা বন্দরে আমদানীকৃত গাড়িতে আগুন
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে দুই নং কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এই ঘটনা ঘটে। এতে গাড়ি চালক গুরুতর আহত হন। বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহত গাড়ি চালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে এসেছিল নিলামে ক্রয়করা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জান বলেন, বেশকিছুদিন ধরে একটি হাইএস গাড়ি বন্দরের কার ইয়ার্ডে পড়েছিল। কয়েকদিন আগে মোংলা কাস্টোমস কর্তৃপক্ষ গাড়িটি নিলামে দেয়। নিলামে অংশ নিয়ে এক একব্যক্তি একটি হাইএস গাড়ি ক্রয় করেন। বৃহস্পতিবার দুপুরে তার ক্রয়কৃত হাইএসগাড়ীটি কার ইয়ার্ড থেকে বের করার জন্য একজন চালক চাবি দিলেই গাড়িটিতে আগুন ধরে যায়। বন্দরের নিজ্বস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে। এবং অল্প সময়ের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। তাকে মোংলা বন্দর হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ জানতে বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ম্যানেজার মো. শামীম হাওলাদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, দীর্ঘদিন পরে থাকায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় আগুন ধরতে পারে।

এএন

শেয়ার