Top
সর্বশেষ

ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকার

০৯ মার্চ, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৫৬ হাজার ৫৫৭টি শেয়ার  ৩৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৮৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মেরিকো বাংলাদেশের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের।

এছাড়া, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, আমান ফিডের ১৪ লাখ ৫৭ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৮ লাখ ৫৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৫ লাখ ৯৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১২ লাখ ৩০ হাজার টাকার, জেনেক্সের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৮ লাখ ৪৪ হাজার টাকার, মীর আখতারের ২৯ লাখ ৮৯ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, রবি আজিয়াটার ২৩ লাখ ৩ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৪ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৯ হাজার টাকার, সিঙ্গার বিডির ১১ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ১ হাজার টাকার, এসএস স্টিলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ার