সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৮২৯ বারে ৪ লাখ ৯ হাজার ৩০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৯ বারে ৬৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৪৪ বারে ৮১ লাখ ১১ হাজার ৭২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.০৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৩৪ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৪.০৬ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৩.৪৮ শতাংশ দর বেড়েছে।
এসকেএস