কোটা বাতিলের দাবীতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কোট বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। এসময় ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানসহ বিভিন্ন স্লোগানে কোটা বাতিলের দাবী করছে তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহর দিয়ে ঘুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাসে গিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের এক অংশ টাঙ্গাইল প্রেসক্লাবে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমএম আলী সরকারি কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। পরে তারা একত্রিত হয়ে মহাসড়কের আশিকপুর বাইপাসে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় কোটাবিরোধী সাধারন শিক্ষার্থীদের মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দিকে যাওয়ার সময় পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে চলে যায়।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে টাঙ্গাইল শহরসহ বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এএন